Career suggestion

এস ই ও কি এবং কেন । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

এস ই ও কি এবং কেন । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

যোগ্যতা:  ইংরেজি, কম্পিউটার এবং ইন্টারনেট ভাল ভাবে জেনে নিতে হবে সুবিধা: অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারবেন ।  লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন। আয়: ঘন্টায় নূন্যতম ২ ডলার থেকে শুরু করে ২০ ডলার পর্যন্ত আয়

সাজেশন: মনে রাখবেন অনুশীলন ছাড়া এসইও-তে সফল হওয়া যাবে না। অনুশীলনের জন্য প্রথমে আপনি একটি ফ্রি ব্লগ খুলে নিয়ে সেই ব্লগের ওপর এসইওর বিভিন্ন টেকনিক প্রয়োগ করে দেখতে পারেন।

https://youtu.be/qSvkjH1_w0U

তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় কাজের ক্ষেত্র এখন বিশ্বব্যাপি ।  কম্পিউটার ইন্টারনেটের এই যুগে প্রথাগত চাকরির ধারণ পাল্টে যাচ্ছে! ধারণা করা হচ্ছে, আগামী দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসগুলো হবে ভার্চুয়াল অফিস।  পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসেই প্রতিষ্ঠানটির সকল এমপ্লয়ি অফিসের সমস্ত কার্যক্রম শেষ করবেন।  বর্তমান সময়ে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন অতি গুরুত্বপূর্ণ বিষয়।  যারা এই পেশার সঙ্গে জড়িত তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজার বলা হয়।  ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে রয়েছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের অসংখ্য কাজ।  এ কারণেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এস ই ও) ক্যারিয়ারের দিকে বর্তমানে অনেকেরই আগ্রহ সৃষ্টি হচ্ছে ।  কিন্তু তার আগে আপনার ইংরেজি, কম্পিউটার এবং ইন্টারনেট ভাল ভাবে জেনে নিতে হবে।  ইংরেজি, কম্পিউটার এবং ইন্টারনেট ভালভাবে জেনে কাজ শুরু করলে আশা করা যায় এসইও ক্যারিয়ারে আপনার সফলতা নিশ্চিত।

ইন্টারনেট ব্যাবহারকারিরা প্রতিদিন নানা বিষয় সার্চ ইঞ্জিন ব্যবহার খুজে বের করে।  সেটি কোন প্রতিষ্ঠান এর তথ্য থেকে শুরু করে সফটওয়্যার, মুভি কিংবা গানও হয়ে থাকে।  বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল।  গুগল সার্চ ইঞ্জিন এ যখন কোন কাঙ্খিত বিষয় নিয়ে সার্চ দেত্তয়া হয় তখন অনেকগুলো সাইটের ঠিকানা চলে আসে।  প্রথম সারিতে থাকা সাইটগুলোতেই আমরা সাধারনত বেশি ক্লিক করে থাকি।  কিন্তু প্রতিদিনই হাজার হাজার নতুন নতুন সাইটের জন্ম হচ্ছে।  এসবের মধ্যে থেকে কোন সাইটকে আমরা বেছে নেব? স্বাভাবিক ভাবেই সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় থাকা সাইটগুলোই সবাইকে আকৃষ্ট করে থাকে।  আর সার্চ ইঞ্জিনগুলো তথ্য উপাত্তের দিক দিয়ে সমৃদ্ধ সাইটগুলোকে অগ্রাধিকার দিয়ে থাকে।  এই সুযোগ-সুবিধা গুলো পাওয়ার জন্যই সাইটটিকে প্রথম দিকে আনা প্রয়োজন।  সার্চ ইঞ্জিনে একটি সাইটকে অর্ন্তভূক্ত করে সারা বিশ্বের ব্যবহারকারীদের সামনে নিজের সাইটকে পরিচিত করার পদ্ধতিই হচ্ছে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপটিমাইজারের কাজের ক্ষেত্রের অভাব নেই।  প্রথম দিকে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ শুরু করতে পারেন।  এসব সাইটে প্রতিমুহুর্তে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের হাজার হাজার কাজ যোগ হচ্ছে।  এছাড়া লোকাল মার্কেটের কিছু কাজ করে নিজস্ব ব্র্যান্ডিং ভ্যালু বাড়ানো যেতে পারে।  এতে জাতীয় বা আন্তর্জাতিকভাবে কাজ প্রাপ্তির নিশ্চয়তা থাকে।  প্রথমদিকের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করে রেপুটেশন ভালো করতে পারলে বায়ার খুশি হবে।  এরপর তারা প্রয়োজনে আপনাকেই খুঁজে কাজ দেবে।  মার্কেটপ্লেসের বাইরে কাজ করতে পারলে আপনার আয়ের পরিমানও বাড়তে পারে।  তাই যথাসম্ভব ভালোভাবে কাজ করা উচিত।

এস ই ও কি এবং কেন । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

অনলাইন মার্কেটপ্লেসগুলোতে সাধারণত যে ধরনের কাজগুলো পাওয়া যায় তার মধ্যে,  কোনো সাইটকে গুগলের ১ নম্বর র‌্যাংকিং এ আনা, ফোরাম পোস্টিং, লিংক বিল্ডিং, সাইটের অনপেজ অপটিমাইজেশন, বুকমার্কিং সহ বিভিন্ন কাজ।  একটি সাইটকে গুগলের প্রথম পেজে আনতে সাধারণত ২০০ থেকে ১০০০ হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়।  এছাড়া অন্যান্য কাজগুলো করে ঘন্টায় নূর্ণতম ২ ডলার থেকে শুরু করে ২০ ডলার পর্যন্ত আয় করা যেতে পারে।  তবে সাধারণত একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপটিমাইজার মাসে অনায়াসেই ২০/৩০ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা আয় করতে পারেন।

এসইও জগতে আপনাকে অধিকাংশ জিনিসই নিজে শিখতে হবে।  এক্ষেত্রে গুগল আপনাকে অনেক সাহায্য করবে।  ইন্টারনেটের বিশাল ভাণ্ডারে আপনি খুঁজে পাবেন এসইও শুরুর ওপর অসংখ্য আর্টিকেল।  যা শিখবেন তা অনুশীলন করতে থাকুন।  মনে রাখবেন অনুশীলন ছাড়া এসইও-তে সফল হওয়া যাবে না।  অনুশীলনের জন্য প্রথমে আপনি একটি ফ্রি ব্লগ খুলে নিয়ে সেই ব্লগের ওপর এসইওর বিভিন্ন টেকনিক প্রয়োগ করে দেখতে পারেন।  এভাবে একটি সাইটকে ভালোভাবে দাঁড়া করাতে পারলে পরবর্তীতে সেই সাইট থেকেও আয়ের সম্ভাবনা থাকে।  সার্চ ইঞ্জিনগুলোর পলিসি নিয়মিত পরিবর্তীত হতেই থাকে তাই এসইও-তে পুরোনো কৌশল তেমন কাজে লাগে না।  আর তাই সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমের পরিবর্তনগুলো আপনাকে সময়মতো জানতে হবে এবং গুগলের অ্যালগরিদম-এর পরির্তনগুলো জেনে আপটুডেট রাখতে হবে নিজেকে ।

বিভিন্ন স্যোসাল মিডিয়া যেমন- ফেইসবুক, টুইটার, লিংকডইন, গুগল প্লাস ইত্যাদি ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন কারণ মার্কেট প্লেসে অনেকসময় এসব স্যোসাল মিডিয়ার অভিজ্ঞতাও প্রয়োজন হয়।  মার্কেট প্লেসে কাজ পাওয়ার ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা ঝামেলা হয়।  এক্ষেত্রে হাল না ছেড়ে দিয়ে আপনার চেষ্টা অব্যাহত রাখুন।

এসইও শেখার আগেই আপনাকে এসইওয়ের ভবিষ্যত সম্পর্কে একটা পরিস্কার ধারনা থাকা দরকার।  পেশা হিসেবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে বেছে নিলে অবশ্যই এই ক্ষেত্রে ভালোভাবে দক্ষ হতে হবে। ভালো কোনো প্রতিষ্ঠান থেকে হাতে কলমে শিখতে পারেন আর ক্লিক এনটেক.কমতো আছেই আপনার সাথে।  সবথেকে বড় কথা হলো কোনো কাজ ভালোভাবে না শিখে কাজে নেমে যাওয়া উচিত নয়।

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Career suggestion

ডিজিটাল মার্কেটিং Digital marketing। ক্যারিয়ার সাজেশন

যোগ্যতা: তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহ, জানতে হবে ডেটা অ্যানালাইসিস, ইংরেজি ও ইন্টারনেট। সুবিধা: প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিজ্ঞাপনী ...