অভিনেতা হতে চাইলে প্রথম ও প্রধান কাজ অভিনয় শুরু করে দেয়া। আর তার জন্য সবচেয়ে আদর্শ জায়গা থিয়েটের।
ভালো অভিনেতা হতে চাইলে আঙ্গিক জানা ভালো—শুরুতে না জানলেও বিশেষ ক্ষতি নেই। অভিনয়ের সব চেয়ে বড় প্রয়োজন সহজ সাধারণ বুদ্ধি, যাকে ইংরাজীতে বলা যাবে Strong Common Sense, আর সেই বুদ্ধি প্রয়োগের জন্য একনিষ্ঠ সৎ প্রচেষ্টা।
আর এসবের সাথে যদি কিছুটা দিকনির্দেশনা পাওয়া যায় তবে তো কথাই নেই।
সেই প্রয়োজনের দিক এবং একই সাথে অভিনয় শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এই প্রয়াশ।
এখানে খুবই সহজ সরল ভাষায় অভিনয় কি, অভিনয়ের প্রকার প্রকরণ, অভিনেতার প্রস্তুতি, মেথড ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে।
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0