Television ProductionCareer suggestion

ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে কোটিপতি হওয়া কি সম্ভব

ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে কোটিপতি হওয়া কি সম্ভব
ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে কোটিপতি হওয়া কি সম্ভব

ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে কোটিপতি হওয়া কি সম্ভব ! Become a Millionaire by Creating Digital Content

প্রথমেই বলে নিচ্ছি আপনি আমি ইউটিউব এবং ফেসবুক থেকে যেভাবে টাকা ইনকাম করি টিভি চ্যানেলগুলো ঠিক সেভাবেই ইনকাম করে, তাদের ভিন্নকোন কাগজ বা প্রযুক্তি ব্যবহার করতে হয়না । গপ্প একটাই মনিটাইজেশন।

একটা টিভি চ্যানেল বানাতে আপনাকে অনেকগুলো যোগ্যতা অর্যন করতে হবে । যেমন অর্থ, সরকারি অনুমতি, বিশাল জনশক্তি। কিন্তু ঝামেলার সুত্রপাত হচ্ছে স্যাটেলাইট থেকে। স্যাটেলাইটের ভারা, স্যাটেলাইটের জন্য ইকুবমেন্ট যা দেশের বাইরে থেকে আনতে হবে, ইত্যাদি, সাথে সময় এবং এই সব কিছুর জন্য বিশাল অংকের টাকার প্রয়োজন।

এবার চলুন চ্যানেলের একটু ভেতরে যাই । টিভি চ্যানেলে ইনকাম কিভাবে আসি?? আমাদের দেশে সাধারণত ৩ ক্যাটাগরির টিভি চ্যানেল আমরা দেখতে পাই । ১/ সংবাদ ২/বিনোদন + সংবাদ ৩/ খেলা । এদের সবারি একসময় ইনকাম সোর্স ছিলো শুধুমাত্র এড । কিভিন্ন কম্পানির থেকে তাদের প্রডাক্টের বিজ্ঞাপন দিয়ে চলতো এই টিভি চ্যানেলগুলো।

কিন্তু কিছু বছর আগে ডিজিটাল কন্টেন্টের প্রভাবে তাদের বেশ বেগ পেতে হয় এবং তারাও বাধ্য হয় ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট দিতে।

এখন কথা হচ্ছে আমি এই প্যাচাল আপনাদের সাথে কেন পারছি । এখানেই আপনার ইনভেস্টমেন্টের বিরাট সুযোগ রয়েছে। ফেসবুক এবং ইউটিউব এমন দুটি প্লর্টফর্ম যাতে  কোন দলিয়, ধর্ম ভিত্তিক প্রভাব নেই । আপনি আপনার প্রডাক্ট তুলি ধরতে পারবেন এবং ইনকাম করতে পারবেন ফেয়ার ভাবে।

চলুন হিসাবে আসি, ধরুন আপনি একটি প্রতিস্ঠান বানালেন । সেখানে ডিজিটাল ক্রিয়েটর থাকবেন ৫০ জন । ৩৫ জন কন্টেন্ট ক্রিয়েটর, ১০ জন গ্রফিক্স এবং এডিটিং আর ৫ জন সোসাল মিডিয়া ম্যানেজার ।

প্রতিদিন ৩৫ জন ক্রিয়েটর থেকে আপনি পাবেন ৫০টি কন্টেন্ট, প্রতি মাসে ৫০ * ৩০ = ১৫০০, আপনার ৫ জন সোসাল মিডিয়া ম্যানেজার ফেসবুক এবং ইউটিউবে প্রতি মাসে ১৫০০ কন্টেন্ট আপলেড করলে ৬ মাসে ৯ হাজার কন্টেন্ট আপলোড করা হবে, যেটা বছরে ষেশে দারাবে ১৮ হাজারে। সেখান থেকে যদি ১০ হাজার ভিডিও ভাইরাল হয়। আপনি ভাবতে পারেন কত টাকা প্রতি দিন আপনি আনকাম করবেন ??

আপনার জনশক্তি ৫০ জন, প্রতি জনকে এভারেজে আপনি যদি ৩০ হাজার টাকা করে বেতন দেন ১৫ ল্খ টাকা বেতন দিতে হবে মাসে, তাহলে বছরে আসে ১ কোটি ৮০ লক্ষ টাকা ।

যেহেতু এই ভিডিওটি আপনি এতোটা সময় ধরে দেখেছেন তাই আমি ধরে নিতেই পারি আপনি যথেস্ট বুদ্ধিমান একজন মানুষ । তো হিসাব করে দেখেন তো  কন্টেন্ট ক্রিয়েটরদের পেছনে কত টাকা খরচ করে টিভি চ্যানেলগুলো এবং তাদের ইনকাম কত ।

যদি টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইটের খরচ এবং ইনকাম আমরা বাদ দেই, তাহলে শুধুমাত্র ডিজিটাল কন্টেন্ট দিয়ে এরা যা ইনকাম করে সেটা ৫০ জনের একটি টিম নিয়ে আপনিও করতে পারবেন।

What's your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *