Somoyer Golpo

কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন গাইড

কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন গাইড
কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন গাইড

সমুদ্র কন্যা কুয়াকাটা সৈকত, কলাপাড়া উপজেলা, পটুয়াখালী জেলায় অবস্থিত । দারুন এই সৈকত আপনার কস্ট ভাসিয়ে দিতে পারবেন চোখ বুঝে ।

সাগর কন্যা নামে খেত কুয়াকাটা সমুদ্র সৈকত (Kuakata Sea Beach) যার সৌন্দর্যের শেষ নেই। অপার সৌন্দর্যের নীলাভূমি এই কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সৈকতটির অবস্থান পটুয়াখালী জেলার, কলাপাড়া উপজেলায়। কুয়াকাটা সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়টিই দেখা যায়। দেখে মনে হয় কুয়াকাটা সমুদ্র সৈকতের বুকে আলোক বিন্দুর মতো দূর সমুদ্রে সূর্য উদিত হচ্ছে। অন্যদিকে উথাল পাথাল ঢেউ সমুদ্র তীরে আছড়ে পড়ার দৃশ্য। কুয়াকাটা সমুদ্র সৈকতটি প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ। সমুদ্র সৈকতের পাশে ১৫০ একরের বেশি নারকেল বাগান রয়েছে যা “নারিকেল কুঞ্জ” নামে পরিচিত। মনোরম ঝাউ বাগান রয়েছে সৈকতের পূর্ব দিকে। ১৫ হেক্টর জমিতে ঝাউ বাগানটি গড়ে উঠেছে। আরোও রয়েছে বিশাল এলাকা জুড়ে চরঙ্গামতি বনাঞ্চল, যেখানে রয়েছে কেওড়া, ছৈলা ও কড়াই বাগান। একটি নয়নাভিরাম লেক রয়েছে এই বাগানে।

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *