ডিজিটাল মিডিয়াতে কি কি কন্টেন্ট দিয়ে কোটি টাকা ইনকাম করে টিভি চ্যানেলগুলো
শুরু করছি সংবাদ দিয়ে কারন, বর্তমান সময়ে চলছে সংবাদের বাম্পার ফলন চলছে। তাই সাংবাদ নিয়ে কন্টেন্টগুলো এখন ইমপ্রেশনে সব চেয়ে উপরে। আমাদের দেশের সংবাদ নিয়ে চ্যানেলগুলো কি কি কন্টেন্ট দিচ্ছে ?
এরা সাধারনত ইউটিউবে ৭৫ থেকে ১০০ এবং ফেসবুকে ১৫০টির উপরে কন্টেন্ট দিয়ে থাকে । চলুন জেনে নেই এই কন্টেন্টগুলো কি কি ?
১. প্রতিটা চ্যানেলেই আধা ঘন্টা পর পর বা এক ঘন্টা পর পর সংবাদ হয় সেটাকে লাইভ দেয়া হয় ডিজিটাল প্লার্ট র্ফমগুলোতে। রিয়েল টাইমে ভিউ পাওয়া এবং ট্রাস্টবিলিটি তৈরি করা তাছারা এড থেকে ইনকামতো হচ্ছেই ।
২. সংবাদের ভেতরে কোন এলাকা বা কোন ইভেন্টের লাইভ হলে সেটা আলাদা ভাবে আপলোড করা হয় । যেমন : ধরুন বরিশালে কোন নির্বাচন হয়েছে। সখানে সাধারন মানুষের বক্তব্য এবং যারা নিবার্চন পরিচলানা করেছেন তাদের ইন্টারভিউ আলাদা করে আপলোড করা হয়ে থাকে ।
৩. দেড় থেকে ৩ মিনিটের বেশ কটি সংবাদ মিলে একটি ৪০/৪৫ মিনিটের পূর্ণাঙ্গ সংবাদ তৈরী হয় । এই দেড় থেকে ৩ মিনিটের সংবাদগুলোকে বলা হয় প্যকেজ যার ভেতরে ভয়েসওয়ার থাকে, ইন্টারভিউ থাকে এবং সাধারন মানুষের বতব্য থাকে । এই এক একটা প্যাকেজকে আলাদা আলাদা করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হয়। এর পরিমান সারা দিনে ৫০টার ওপরে চলে যায় ।
৪. এই যে বললাম তিন মিনিটের এক একটি প্যাকেজের ভেতরে ইন্টারভিউ এবং সাধারন মানুষের বতব্য প্রয়োজন মত আলাদা ভাবে আপলোড করা হয়। যেমন: ধরুন প্যাকেজটি কোন খুনি নিয়ে এবং প্রত্যক্ষদর্শীর ইন্টারভিউ পেয়েছেন আমাদের সাংবাদিক ভাইটি । এবং তিনি ইন্টারভিউতে বলেছেন (আমি নিজ চোখে দেখেছি খুনিরা হেটে এসে গুলি করে পালিয়ে গিয়েছে) এই কথাটুকু আলাদা ভাবে আপলোড হবে, এটা দর্শক দেখবে এবং শেয়ারও করবেন।
৫. সংবাদের প্যাকেজটি যদি কোন বিশেষ বিষয় নিয়ে হয়, যেমন নদিতে নৈাকা ডুবে যাচ্ছে মানুষের হাহাকার তহলে ওই নৈাকাডুবির দৃশ্যটা আলাদা ভাবে আপলোড করা হয়, এতে ভিডিও ক্লিপটি ভাইরাল হবার সম্ভাবনা বাড়ে।
৬. এছারা খেয়াল করবেন বিশেষ করে ফেসবুকে কার্ড দেয়া হয়। শুধু একটি সংবাদের হেডলাইন দিয়ে একটি গ্রাফিক্স । এতে প্রচুর লাইক এবং কমেন্টে আসে জেটা ফেসবুক পেজটিকে র্যাংকিং বারতে সাহায্য করে। আর ডলার ইনকামতো আছেই।
৭. বিষেশ কোন সংবাদ বা বিষয়ের নিয়ে রিপোর্ট বা কোন অথিতিকে নিয়ে সংবাদ বিশ্লেষণ করে হয়ে থাকে ।
৮. বিভিন্ন বিষয় নিয়ে কুইজ করে থাকে যেমন: আগামী ডিসেম্পরে কি জাতিয় নির্বাচন হবে? কমেন্ট করেন, লাইক দেন আপনি কিন্তু আনকাম হচ্ছে টিভি চ্যানেলে ।
৯. লাইভ প্রেস কনফারেন্স, নির্বাচন, খেলাধুলার ফলাফল ইত্যাদি টিভি চ্যানেলগুলো প্রচার করে থাকে।
১০. যেহেতু বিষয়টি সংবাদ তাই NCA news and current affairs বিষয়ে অনেক ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় । সেগুলো ডকুমেন্টারি টাইপ হতে পারে আবার টকশো টাইপও হতে পারে।
১১. এই যে NCA অনুষ্ঠানগুলো আপলোড হচ্ছে তার ভেতর থেকে ইন্টারভিউ, সাধারন মানুষর বতব্য এবং বিষশ ভিডিও ক্লিপগুলোকে আবার আলাদা করে আপলোড করা হয়।