cinematographyjournalism and media studies

মোবাইল জার্নালিজম নিয়ে বই মোজা থেকে মনিটাইজেশন

মোবাইল-জার্নালিজম-নিয়ে-বই-মোজা-থেকে-মনিটাইজেশন.jpg
মোবাইল-জার্নালিজম-নিয়ে-বই-মোজা-থেকে-মনিটাইজেশন.jpg

মোবাইল জার্নালিজম নিয়ে বই মোজা থেকে মনিটাইজেশন

মোবাইল সাংবাদিকতা, সহজে বললে মোজো। একজন ক্যামেরাম্যান একটি
বিশাল ক্যামেরা তার সাথে ৭/৮ কেজি ওজনের ট্রাইপড এবং একজন রিপোর্টার
এই হচ্ছে মিনিমাম একটা নিউজ ইউনিট। আরও যদি বড় করি ইউনিটটা
তাহলে সরাসরি সম্প্রচারের সরঞ্জাম এবং এগুলো পরিচালনার জন্য বাড়তি
ক্রু। কিন্তু এই বিশাল খরচের বোঝা কাঁধে তুলে নিচ্ছে আপনার পকেটের ছোট্ট
মোবাইল ফোনটি।

বর্তমানে দেশ-বিদেশে অনেক টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকা তাদের
সাংবাদিকদের মোবাইলে সংবাদ সংগ্রহ এবং উপস্থাপনার বিষয় উৎসাহ দিচ্ছে,
হচ্ছে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে লাইভ। অনেক কম খরচে, কম জনবলে
কাজ চালাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। ব্যবসাসফল এই ধারণা প্রতিষ্ঠানগুলোর
পথচলা অনেক সহজ করে দিয়েছে। আবার ব্যক্তি উদ্যোগে অনেকেই বেশ
সফলতা পেয়েছেন। কারণ যে কারও ভিডিও কন্টেন্ট প্রচারের জন্য এখন আর
টিভি চ্যানেল বা অনলাইনের পেছনে ছুটতে হয় না, চাইলে নিজেই পারেন
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজেকে তুলে ধরতে এবং অর্জন করতে জনপ্রিয়তা।
এককথায় আপনার মোবাইলটি এখন স্যাটেলাইট টেলিভিশনের চেয়েও বেশি
শক্তিশালী হয়ে উঠছে দিনে দিনে।

আর যদি ব্যবসায়ী দৃষ্টিতে লক্ষ করি তাহলে মোবাইল দিয়ে হাজার কোটি
ডলারের ব্যবসা হচ্ছে আমাদের চোখের আড়ালেই, যাকে বলা হচ্ছে ডিজিটাল
মার্কেটিং। সাধারন ইউজার সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছেন কিন্তু চোখের
আড়ালে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে দেদারসে। তাই ডিজিটাল কন্টেন্টের শেষ নেই,
সময়টা মাত্র শুরু।

অবাক করা বিষয় টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকাগুলোর সাথে প্রতিযোগিতা
চলছে ব্যক্তি উদ্যোক্তাদের। একটি মোবাইল ফোন এবং একটি বুম নিয়েই টক্কর
দিচ্ছেন বড় বড় চ্যানেলগুলোর সাথে। সহজেই বোঝা যায় টিকে থাকতে হলে
খরচ কমিয়ে আনতে হবে চ্যানেলগুলোর। কিছুদিন পর হয়তো বিশেষ কিছু
কন্টেন্ট ছাড়া সবই শুট হবে মোবাইলে।

সব থেকে বড় বিষয় অনেকেই সাংবাদিক না হয়েও অনেক সংবাদ বা হুটহাট
কোনো ঘটনাকে মোবাইলে ধারণ করছেন এবং সোশ্যাল মিডিয়াতে দিয়ে হয়ে
যাচ্ছেন বড় সাংবাদিক। যদিও সাথে সাথেই বেড়ে চলেছে গুজব। তবে এই
যুগে ফ্যাক্ট চেকিং প্রক্রিয়াতে যদি আমরা যুক্ত হই তাহলে গুজব বা মিথ্যা তথ্যকে
হার মানানো কঠিন কোনো কাজ নয়।

ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করছেন। কেউ
সুন্দরবনের মাঝিমাল্লার লাইফস্টাইল তুলে ধরছেন, ইতিহাস, কেউবা ট্রেভল
বিষয়ে ভিডিও বানিয়ে সফলতা পাচ্ছেন, আরও আছে রান্না বা খাবারের ওপরে
ফুড ভ্লগ। যেন পত্রিকার কড়চা পাতাটা চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে।
দিন যত যাচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের কদর ততই বাড়ছে। এই সব
কন্টেন্টের অনেক অংশই তৈরি হচ্ছে মোবাইল ফোন দিয়ে। পরিষ্কার করে
বলতে গেলে এখন আপনার মোবাইল ফোনটি দিয়ে সিনেমাটিক ভিডিও শুটিং,
এডিটিং এমনকি কালার গ্রেডিংও হয়ে যাচ্ছে খুব সহজে।

মোবাইল সাংবাদিকতা করবেন যারা তাদের কি শুধু ভিডিও করলেই হবে?
একদম না। জানতে হবে বেশ কিছু থিউরিটিক্যাল বিষয়। কারণ সংবাদটাও এক
ধরনের গল্প আর সেই গল্প আপনাকে তুলে ধরতে হবে ভিডিও শট, সিকোয়েন্স
এবং প্রযুক্তির সমন্বয়ে। তখনই আপনি হবেন সবার থেকে আলাদা।

বইটি কেন সংগ্রহ করবেন ?
* মোবাইলে নিউজ বা কন্টেন্ট র্নিমাণ
* স্ক্রিপ্ট রাইটিং, নিউজ সেটআপ শট
* ডিজিটাল ফ্যাক্ট চেকিং টুলস
* ডকুমেন্টারি ফিল্ম মেকিং, শট সিকোয়েন্স
* কম্পোজিশন ও ভিডিও শটের ভাষা
* ফিল্ম-১৮০ ডিগ্রি রুল, ৩০ ডিগ্রি রুল
* ভিডিও/অডিও এডিটিং, কালার কারেকশন
* অটোকিউ সেটিং ও ক্রোমা
* এসইও, মনিটাইজেশন ও অ্যানালাইসিস
* ফেসবুক/ইউটিউবে আয় নিয়ে আলোচনা।
বইটি পাবেন অমর ২১শে বইমেলায় ৯ নম্বর প্যাভিলিয়ন, আগামী প্রকাশনীতে। পাঠক যে কোন সময় ইউটিউবে ClickNtech সার্চ করে প্রশ্নের উত্তর ও আরও গভীর ধারণা পেতে পারেন ভিডিও থেকে।

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *