ভিডিও শট সাইজ এবং শটের ভাষা । Cinematic Video Shot number 1
সিকোয়েন্স হচ্ছে ভিডিও শট ব্যবহার করে গল্প তৈরি করা। দামি মোবাইল বা
যে কোনো ক্যামেরা দিয়েই ভিডিও তৈরি করেন না কেন, গল্প বলতে হলে কিছু
ভিডিও শট ব্যবহার করতেই হবে। বেশ কটা শটের স্থিরচিত্র আমরা নিচে তুলে
ধরছিÑ এগুলোই সাধারণত ব্যবহার হয়ে থাকে। সংবাদ, ডকুমেন্টারি ফিল্ম,
নাটক বা যে কোনো ধরনের ফিল্ম বানাতে অবশ্যই এই শটগুলো কাজে লাগবে।
মাস্টার শট (গধংঃবৎ ংযড়ঃ): মাস্টার শট বেশ কিছু প্রশ্নের উত্তর দেবে।
সাধারণত দর্শক এই শটটির মাধ্যমেই গল্পে মনোনিবেশ করেন। মাস্টার শট
কি কি প্রশ্নের উত্তর তুলে ধরতে হবে? দৃশ্যের স্থান, সময়, পাত্র, ঘটনাটি কি
ইত্যাদি। আবার বিষয়টা এমন না যে মাস্টার শট মানেই বিশাল কোনো শট।
প্রশ্নের উত্তরগুলো মিড শটেও থাকতে পারে, আবার ক্লোজ শটেও থাকতে পারে।
মূল হচ্ছে প্রশ্নের উত্তরগুলো আছে কিনা শটটিতে।
এই মাস্টার শটকেই আবার এস্টাবলিশমেন্ট শট বলা হয়ে থাকে। মাস্টার শট বা এস্টাবলিশমেন্ট শটের ব্যাপ্তিকাল সাধারণত অন্যান্য শটের থেকে কিছুটা দীর্ঘ হয়ে থাকে।