DSLR দিয়ে ছবি তুলবেন কিভাবে
একজন চিত্রশিল্পী প্রথম মনের চোখে ছবিটি দেখতে পায়। তারপর তা ক্যানভাসে ফুটিয়ে তোলে। তার মাঝ তিনি সিদ্ধান্ত নেন দর্শকের কাছে কি বক্তব্য দিতে চান এবং এতে দর্শকের প্রতিক্রিয়া কি হবে। আলোকচিত্রও তেমনি। একটা সুন্দর দৃশ্য দেখলাম সাথে সাথে ক্লিক করলাম। এভাবে ফটোগ্রাফির সাধনা হবে না। দৃশ্যটি আগে মনের চোখে দেখতে হবে। কেন এই দৃশ্যটি আমি দেখাতে চাই এবং এর মাধ্যমে দর্শকের কাছ থেকে কি প্রতিক্রিয়া আশা করি তা নিজের কাছে পরিস্কার হতে হবে। যেকোন শিল্প বা সাহিত্য চর্চার উদ্দেশ্য এক, কিন্তু উপস্থাপনের ভিন্নতায় দর্শকের প্রতিক্রিয়ায় ভিন্নতা পাওয়া যায়। আবার সব মাধ্যমেরই কিছু শক্তিশালী এবং কিছু দূর্বল দিক আছে। শিল্পচর্চার মাধ্যম হিসাবে ফটোগ্রাফিকে তখনই নেয়া উচিত যখন এর দূর্বলতাকে পাশ কাটিয়ে শক্তির ব্যবহার ঘটিয়ে কাঙ্খিত বক্তব্যকে দর্শকের যথার্থ প্রতিক্রিয়ায় হাজির করার ক্ষেত্রে নিজের সামর্থের প্রতি আস্থাশীল হতে পারবো।