আইটডোর শ্যুটিং প্রাকটিকাল ক্লাস (ভিডিও প্রেজেন্টেশন, আউটডোর শুটিং লোকেশন আজিমপুর কলোনি) ক্যামেরা পার্সন নিজ নিজ কাজ বুঝিয়ে দেবেন।
আমাদের এই লেসনটি আমরা সংবাদের বাস্তব স্থানেই করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু আমরা স্মৃতি জড়ানো আজিমপুর কলোনি নিয়ে সংবাদ বানাবো তাই নিশ্চয়ই বুঝতে পারছেন ছবি গুলো হতে হবে এই কলোনির। এখানে আমাদের কি কি করতে হবে ? আমাদের ছোট ছোট গল্প বানাতে হবে মানে সিকোয়েন্স বানাতে হবে। আর এই সিকোয়েন্স বানাতে আমাদের প্রয়োজন হবে বিভিন্ন সটের। তো চলুন আমরা কিছু সট নিতে শুরু করি।
বিভিন্ন রকমেন ছবি নেয়া হচ্ছে, মাস্টার সট, ক্লোজ সট, মিড সট কিভাবে এবং কেন নিতে হয় সে বিষয়ে আলোচনা।
আর আমাদের এই পুরো কোর্স থেকে আপনি আরো যা শিখতে পারবেন সম্পাদনা, ভিডিও সম্পাদনা, চিত্র গ্রহন সহ সংবাদ উপস্থাপনা ইত্যাদি বিষয়। সর্বোপরি একজন সংবাদ কর্মী হিসেবে আপনি কি করতে পারবেন আর কি পারবেন না, অর্থাত এই পেশারও কিছু নিয়ম কানুন, নীতি নৈতিকতা আছে, সেসব সম্বন্ধেও ধারনা দেওয়া হবে।