মুল ধারার সংবাদ মাধ্যমে মানে টিভি চ্যানেল এবং পত্রিকাগুলোতে রির্পোটিং এবং স্ক্রিপ্ট লেখার পরে ভিষন গুরুত্বর্পুন একটি কাজ করা হয় সেটি হচ্ছে সম্পাদনা। যদিও জন সাংবাদিকতা বা নগর সাংবাদিগতায় এর সুযোগ থাকে না তবুও একজন নগর সাংবাদিকের সম্পাদনা বিষয়টি নিজেকেই করতে হয়। আর সেটা করতে আপনাকে আগে জানতে হবে কিভাবে সম্পাদনা করে। তাই এই লেসনে আমরা আলোচনা করবো কিভাবে সম্পাদনা করতে হয় ।
সম্পাদকের দায়িত্ব সংবাদটি সর্ম্পকে রির্পোটারকে গাইড লাইন দেয়া, একজন সম্পাদকেই দায়িত্ব নিতে হবে সংবাদটি কিভাবে সে ট্র্রিট করবেন যেমন উভ করবেন নাকি প্যাকেজ করবেন। সংবাদটির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে সেটও দেখার দায়িত্ব একজন সম্পাদকের। আর সব থেকে বর দায়িত্ব কোন ভুল তথ্য প্রচার হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখা। এর সাথে ভাষাগত দিক থেকে সম্পাদক তার দক্ষতা দিয়ে সংবাদটি সব শ্রেণি পেশার মানুষের বোধগম্য করে তোলেন। তাই আপনি যদি একজন নাগরিক সাংবাদিক হন তাহলে এই বিষয়টি আপনাকে নিজেকেই বুঝতে হবে এবং বিষয়টি পালন কতে হবে।
আমাদের আগামী লেসনটিতে থাকবে শ্যুটিং শেষে পাওয়া ভিডিও বা তথ্যগুলোকে কিভাবে দৃস্টি নন্দিত করে প্রচার যোগ্য করা হয়। আমরা দেখেছিলাম কিভাবে রিপোর্ট বানাতে হয় এবং বিভিন্ন রকমের সট নিতে হয়। আগামী পর্বে দেখবো কিভাবে এডিট প্যানেলে ভিডিও এডিট করতে হয়। পুরো বিষয়টি শিখতে আমাদের আগামী লেসনটি দেখে নেবেন আশা করছি।
আর আমাদের এই পুরো কোর্স থেকে আপনি আরো যা শিখতে পারবেন সম্পাদনা, ভিডিও সম্পাদনা, চিত্র গ্রহন সহ সংবাদ উপস্থাপনা ইত্যাদি বিষয়। সর্বোপরি একজন সংবাদ কর্মী হিসেবে আপনি কি করতে পারবেন আর কি পারবেন না, অর্থাত এই পেশারও কিছু নিয়ম কানুন, নীতি নৈতিকতা আছে, সেসব সম্বন্ধেও ধারনা দেওয়া হবে।