journalism and media studies

রিপোর্টিং ( স্কিপ্ট রাইটিং এবং ভয়েজ ওভার )

রিপোর্টিং ( স্কিপ্ট রাইটিং এবং ভয়েজ ওভার )

এর আগে আমরা দুটি ক্লাসে দেখলাম কিভাবে একটি সংবাদ স্যুটিং করতে হয় এবং কিভাবে সেটাকে চিত্রায়িত করতে হয়। আজকের লেসনে আমরা জানবো আপনার স্টোরিটা কিভাবে লিখতে হবে। কোন কোন বিষয়গুলোকে আমরা ফলো করছি এবং ফোকাস করছি। লেখার ভাষাটা কি হবে এবং কিভাবে ভয়েজ ওভার দিতে হবে।

আর আমাদের এই পুরো কোর্স থেকে আপনি আরো যা শিখতে পারবেন সম্পাদনা, ভিডিও সম্পাদনা, চিত্র গ্রহন সহ সংবাদ উপস্থাপনা ইত্যাদি বিষয়। সর্বোপরি একজন সংবাদ কর্মী হিসেবে আপনি কি করতে পারবেন আর কি পারবেন না, অর্থাত এই পেশারও কিছু নিয়ম কানুন, নীতি নৈতিকতা আছে, সেসব সম্বন্ধেও ধারনা দেওয়া হবে।

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *