আমাদের এই লেসনটি আমরা সংবাদের বাস্তব স্থানেই করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখন আজিমপুর কলোনিতে, আমরা এখানে একটি সংবাদ বানাবো। আমার সাথে আছে ক্যামেরা পার্সন উজ্জল । আজিমপুরে এই সংবাদ বানানোর মুল ভাবনা হচ্ছে, এখানকার এই পুরানো বিল্ডিংগুলো এখন ভেংগে ফেলা হবে। এখানে অনেকেই বসবাস করেছেন, তাদের স্মৃতি জড়ানো এই কলোনিটি ইতি কথাই আমাদের সংবাদের মুল।
আমাদের আগামী লেসনে আপনারা জানতে পারবেন একটা সংবাদ ভিডিও করার সময় কি কি বিষয় মাথায় রেখে কাজ করতে হয় যেমন: সিকোয়েন্স বানাতে কতোগুলো সট লাগে? সটগুলো কি কি? কোথায় কোন সট ব্যবহার করতে হবে? । পুরো বিষয়টি শিখতে আমাদের আগামী লেসনটি দেখে নেবেন আসা করছি।
আর আমাদের এই পুরো কোর্স থেকে আপনি আরো যা শিখতে পারবেন সম্পাদনা, ভিডিও সম্পাদনা, চিত্র গ্রহন সহ সংবাদ উপস্থাপনা ইত্যাদি বিষয়। সর্বোপরি একজন সংবাদ কর্মী হিসেবে আপনি কি করতে পারবেন আর কি পারবেন না, অর্থাত এই পেশারও কিছু নিয়ম কানুন, নীতি নৈতিকতা আছে, সেসব সম্বন্ধেও ধারনা দেওয়া হবে।