যোগ্যতা: গ্র্যাজুয়েশনে অধ্যয়নরত অকস্থায় পার্টটাইম এবং গ্র্যাজুয়েশন শেষে ফুলটাইম চাকরি করতে পারবেন , কমিউনিকেশন স্কিল যাদের ভালো তারা এ পেশায় দ্রুত ভালো করেন। আয়: শুরুতেই ১৫-২০ হাজার টাকা তারপর লাখ টাকাও কামাতে পারবেন মাসে সাজেশন: যারা নিজেদের পার্টি সফল ভাবে আয়োজন করতে পারেন এবং বড় বড় অনুষ্ঠানে গিয়ে তাদের আয়োজন বুঝতে ভাললাগে তারাই এগিয়ে আসতে পারেন।
পত্রিকার হিসেবে দেখা যায়, শুধু ঢাকা শহরেই প্রতি মাসে গড়ে ২ থেকে ৩টি আন্তর্জাতিক সম্মেলন হয়ে থাকে। আর বছরজুড়ে তো নানান ধরনের ছোট বড় অনুষ্ঠান লেগেই থাকে। সেসব আয়োজন সুন্দর ও রুচিশীল করতে অনেকেই বেছে নেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে। বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, করপোরেট অনুষ্ঠান, ডিজিটাল ওয়াল্ডসহ ছোট-বড় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করেন এরা। এই পেশাটা যেমন চ্যালেঞ্জিং, তেমনি নিজের জীবনটি উপভোগ করার সুযোগও রয়েছে এখানে। সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার। ফলে ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরে এখন অনেকেই ক্যারিয়ার গড়তে ছুটছেন।
ইভেন্ট ম্যানেজমেন্টকে এক কথায় অনুষ্ঠানের সকল ব্যবস্থাপনা যেমন:- ভেন্যু নির্বাচন, ব্যানার, ফুল, মিডিয়া কভারেজ, বিজ্ঞাপন, আমন্ত্রণপত্র ছাপানো, আমন্ত্রণ জানানো, ডেকোরেশন, অনুষ্ঠান উপস্থাপনাসহ ছোট বড় সব বিষয় নিখুঁত ভাবে আয়োজন করে এই ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম।
ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলোতে পার্টটাইম ও ফুলটাইম দুধরনের চাকরি করা যায়। ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টটাইম কাজগুলো সাধারণত ইভেন্ট কেন্দ্রিক। গ্র্যাজুয়েশনে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে পার্টটাইম চাকরি করার সুযোগগুলো পেয়ে থাকে। গ্র্যাজুয়েশন শেষ করে ফুলটাইম জবে প্রবেশ করতে পারেন। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী ফার্মগুলোয় ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা বিভাগ রয়েছে। ইদানিং দেশীয় কোম্পানিগুলো নিজেদের ইভেন্ট ও ব্র্যান্ডিংয়ের কাজের জন্য আলাদা বিভাগ তৈরি করছে। ভালো কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু বহুজাতিক কোম্পানিগুলোর ইভেন্ট ও ব্র্যান্ডিং বিভাগে চাকরির জন্য আপনার ডাকও পড়তে পারে।
একজন ইভেন্ট ম্যানেজার হতে হলে আপনাকে কম্পিউটার ও কারিগরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে হবে। বাজেটিং , ডিজাইন সেন্স, কমিউনিকেশন স্কিল যাদের ভালো তারা এ পেশায় দ্রুত ভালো করতে পারবেন।
বাংলাদেশে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য রয়েছে প্রচুর কাজের ক্ষেত্র। নতুনত্ব, সৃজনশীলতা ও গ্রাহকের চাহিদা এবং বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলো কাজ করে থাকে। একটু সাহসী, বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী হলে নিজ উদ্যোগেই প্রতিষ্ঠা করে ফেলতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। শুরুর আগে সরাসরি ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় না নেমে কিছুদিন জব করে নিতে পারেন। দক্ষতা, আন্তরিকতা ও চেষ্টার মাধ্যমেই আপনার ফার্মকে সাফল্যের পথে নিয়ে যেতে পারবেন।
যারা এ পেশায় আসতে চান, ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর শর্টকোর্স করতে পারেন। বাংলাদেশে বর্তমানে ছোট-বড় অনেক প্রতিষ্ঠান রয়েছে, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর শর্টকোর্সের আয়োজন করে থাকে। বা আমাদের ক্লিকএনটেক.কম থেকে অনলাইনেই শিখে নিতে পারেন। ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালনায় আয়োজিত বড় বড় প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা করুন। অনুষ্ঠান উপভোগ করার চেয়ে আড়ালে যারা কাজ করে যাচ্ছেন, তাদের কর্মপ্রক্রিয়া ভালো করে লক্ষ করুন। দেখুন, জানুন ও শিখুন।
ইভেন্ট ম্যানেজমেন্ট পেশায় আয় ও বেতনের অঙ্কটাও নেহাত কম নয়। শুরুতেই ১৫-২০ হাজার টাকা দিয়ে এ পেশায় আপনি ক্যারিয়ার শুরু করতে পারেন। এর পর অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়বে। খন্ডকালীন চাকরিতে ৬ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত সহজেই রোজগার করা ।