Somoyer Golpo

আজিমপুর কলোনি – আর্কাইভ থেকে বর্তমান

আজিমপুর-কলোনি

আজিমপুর কলোনি – আর্কাইভ থেকে বর্তমান

সরকারি কর্মচারীদের আবাসনের চাহিদা পূরণে অনেক স্মৃতি বিজরিত আজিমপুর কলোনীর ৪-৫তলা ভবন ভেঙে গড়ে তোলা হচ্ছে ২০ তলা ভবন। এমন উদ্যোগকে স্বাগত জানালেও আজিমপুর কলোনীর সাবেক ও বর্তমান বাসিন্দাদের চাওয়া- উন্নয়নের স্রতে যেন ভেসে না যায় তাদের স্মৃতি ও আবেগের চিহ্ন।

নিজের মনুষত্ববোধ ও মানবিকতার যেটুকু অর্জন, তার সবটুকুই এই আজিমপুরের কলোনী থেকে হয়েছে মনে করেন অনেক বাসিন্দা। অর্ধশত বছরের পুরানো দালানগুলো স্বাক্ষী হয়ে আছে ৫৫’র ভাষা আন্দোলন, ৬৬’র ৬ দফা ও ৭১ এর মুক্তিযুদ্ধসহ বাঙালির আন্দোলন সংগ্রামের।

এই কলোনী আজও স্মৃতি বহন করছে পপ সম্রাট আজম খান, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, ব্যান্ড শিল্প লাকী আকন্দ ও নাট্যকার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের মত গুনিজনদের।

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *