Film Director

শর্ট ফিল্মের স্ক্রিপ্ট লিখবেন কিভাবে । Shot Film Script Writing

শর্ট-ফিল্মের-স্ক্রিপ্ট-লিখবেন-কিভাবে-।-Shot-Film-Script-Writing
শর্ট-ফিল্মের-স্ক্রিপ্ট-লিখবেন-কিভাবে-।-Shot-Film-Script-Writing

শর্ট ফিল্মের স্ক্রিপ্ট লিখবেন কিভাবে । Shot Film Script Writing

শুরুটা কিন্তু একেবারেই একটা প্রথাগত বিষয়—মানে ঠিক করা, কী নিয়ে ফিল্ম বানাব। আইডিয়াটা কী? কিংবা গল্পটা কী? নাকি কোনো একটা বিশেষ চরিত্রকে বলব আমরা? কেউ কেউ এই চিন্তাকে চিন্তার ‌‘জার্ম’ বলে থাকেন। জার্ম—জীবাণু; এখানে গল্পাণু। প্রথম ভাবনা। হয়তোবা ভাবা গেল আমরা এক কৃষকের গল্প বলব। এটা প্রথম চিন্তা…জার্ম…আইডিয়া…গল্পাণু যা–ই বলি না কেন! এবার কিন্তু ভাবতে হবে আমরা এই গল্পটা কেন বলব? অর্থাৎ এই যে একটা চরিত্র ধরে নিচ্ছি আমরা—যে কৃষিকাজ করে, তার এমন কোনো গল্প আছে কি, যেটা আমি বলতে চাই? ভেবে দেখা যাক। না, নেই। আমি অন্ততপক্ষে জানি না।

তাহলে কী দেখাব আমরা ফিল্মে? একজন কৃষক প্রতি ভোরে কৃষিকাজ করতে যান মাঠে, তারপর সন্ধ্যায় ফিরে আসেন। পুরো ফিল্মে নিশ্চয়ই আমরা তা দেখাতে চাই না! তাহলে? তাহলে এই কৃষকের একটা গল্প লাগবে। গল্পটা কীভাবে হবে? ভাবতে হবে। এমন কোনো একটা গল্প যেটা আমাদের আলোড়িত করবে। আমাদের সবার প্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর একাধিক সাক্ষাৎকারে বলেছেন, টেলিভিশন সিনেমাটির গল্প যখন তাঁর মাথায়, তখন তিনি ঘুমাতে পারতেন না। গল্পটায় তিনি এতই আবিষ্ট হয়ে থাকতেন যে অন্য কিছু ভাবতেও পারতেন না। আমরাও যখন কোনো ফিল্মের জন্য গল্প ভাবব, তখন যেন এমনই আবিষ্ট থাকতে পারি আমাদের গল্প নিয়ে। এমন কিছু যেন ভেবে উঠি যেন উত্তেজনায় আমরাও ঘুমাতে না পারি। গল্পের খুদে জার্মকে যেন আমরা দারুণ একটা দৈত্য-গল্পে পরিণত করতে পারি।

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *