Digital Video editing নন লিনিয়ার (ডিজিটাল) এডিটিং
নতুন যুগে নতুন এক সম্ভাবনার তৈরি করেছে নন লিনিয়ার এডিটিং। নন লিনিয়ার এডিটিং করতে হয় কম্পিটারের সাহায্যে। এই পদ্ধতিতে কাজ করলে এডিটিং এর সময় যথেস্ট সূযোগ সুবিধা পাওয়া যায়। এর ব্যবহারের জন্য কম্পিউটারকে নিদিষ্টভাবে সেটআপ করতে হয়। নন লিনিয়ার এ কাজ করতে আপনার কম্পিউটারে থাকতে হবে ডিজিটাইজ কার্ড ও অরিজিনাল এডিটিং সফটওয়ার। এছাড়া পেশাদার ভিডিও মনিটর, ভিটিআর, এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। তখনি কোয়ালিটি নিশ্চিত করা সম্ভব।
টেপ বা কার্ড থেকে বিশেষ প্রক্রিয়ায় ফুটেজ হার্ড ডিস্কে নিয়ে এডিটিং সফ্টওয়্যারের মাধ্যমে কাজ করতে হবে। কম্পিউটারে ভিডিও এডিটি করা যথেষ্ট মজার একটি প্রক্রিয়া। এতে আপনি কাজ করার সময় যথেষ্ট সূবিধা পাবেন। অডিও, ভিডিও ইত্যাদি যথেষ্ট রকম ভাবে কাস্টমাইজ করার সুবিধা পাবেন। সেই সাথে ফিল্টার, ইফেক্ট ইত্যাদির ব্যবহার করতে পারবেন খুব সহজে।
এই পদ্ধতিতে এডিটিং করতে হলে এডিটরের প্রশিক্ষণ প্রয়োজন। বর্তমানে এই প্রক্রিয়া সর্বাধিক জনপ্রিয়। এবং এর কর্ম ক্ষেত্রও দিনে দিনে বাড়ছে। নন লিনিয়ার এডিটিংয়ের কিছু সফটওয়্যারের নাম নিচে দেওয়া হলো:
১. Adobe Premiere Pro
২. Final Cut Pro
৩. Edius
৪. Avid
৫. D P S Valocity