Truecaller জানাবে অনাকাঙ্খিত কলারের নাম
প্রতিদিনই আমাদেরকে বিভিন্ন অপরিচিত ফোনকল রিসিভ করতে হয়। সেই কল রিসিভ করার আগেই যদি আপনি জেনে যান কে আপনাকে ফোন করেছেন তখন ব্যাপারটি কেমন হবে? নিশ্চয়ই খুব মজার হবে।
প্রথমে Truecaller এপসটি গুগল প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করে নিন। Iphone, Windows Phone, Blackberry, Symbian এর জন্য Truecaller এর সাইট থেকে ডাউনলোড করতে পারেন।
১.True Caller ডাউনলোডের পর ট্রু-কলার ইন্সটল করে সফটটি ওপেন করি।Get Started এ ক্লিক করি।
২.দেশের নাম সেলেক্ট করে ফোন নম্বর দিন এবং Continue এ ক্লিক করুন
৩.এবার নাম দিন এবং ই-মেইল এড্রেস দিন এবং Continue এ ক্লিক করুন।আপনি চাইলে ফেসবুক একাউন্ট ব্যবহার করেও True Caller সাইন ইন করতে পারেন
৪.এবার নেক্সট নেক্সট করে পরবর্তী স্টেপগুলি এগিয়ে যান।এরপর আপনার সাইন আপ এর শেষ।
৫.কোনো ফোন নম্বর সার্চ করতে চাইলে আপনি Enter a Name or number এ ক্লিক করে যে নম্বরটি সার্চ করতে চান সেই নম্বরটি দিন।
৬.দেখবেন নম্বর দেয়ার সাথে সাথে ফোন নম্বরের মালিকের নাম চলে এসেছে
এছাড়াও এই একই কাজ আপনি আপনার ফোসবুক একাউন্ট ব্যবহার করেও করতে পারেন। সেজন্য যা করতে হবে তা হল:-
১.ফেসবুকের Search অপশন এ যেয়ে যার নাম জানতে চাইছেন তার ফোন নম্বরটি দিন। তাহলেই দেখতে পাবেন তার নামটি চলে এসেছে।অবশ্য এ জন্য ঐ ফোন নম্বরের মালিককে তার ফোন নম্বরটি ফেসবুকে রেজিস্টার্ড করা থাকতে হবে।