Taking a BRIEF ইভেন্ট ম্যানেজমেন্ট
একজন ইভেন্ট ম্যানেজার হতে হলে অনেক কিছু জানতে হবে এবং অনেক বিষয়ে খেয়াল রাখতে হবে। সবার আগে জানতে হবে ভালোভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে। তারপর ইভেন্ট বাজেটিং, ম্যানেজমেন্ট কনসালটেন্সি, হোটেল ট্রাভেল এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি, অ্যাডভাটাইজমেন্ট এজেন্সি, পাবলিক রিলেশন ফার্ম, কর্পোরেট বডিস, টিভি ও প্রিন্ট মিডিয়া, অ্যাকাউন্টিং ইত্যাদি।
ইভেন্ট ম্যানেজারের অত্যন্ত গুরুত্তপূর্ন একটি কাজ হল সব ধরনের প্রস্তুতি শুরুর আগে ক্লাইন্টের কাছ থেকে সম্পুর্ন কাজটির একটি বিস্তারিত ধারনা নেয়া বা BRIEF নেয়া। এই BRIEF নেয়ার সময় বেশ কিছু জিনিশ আছে যা অবশ্যি ভালো ভাবে জেনে নিতে হবে।
এই ভিডিওটি থেকে একজন ইভেন্ট ম্যানেজারের BRIEF নেয়ার কৌশল সম্পর্কে আপনি একটি বিস্তারিত ধারণা পাবেন।
এই পুরো বিষয়গুলো নিয়েই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি ভিডিওটি দেখে ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ভালভাবে জানতে পারবেন আপনি।