প্রথম সেলফি ১৭৫ বছর আগে তোলা
কিছু দিন ধরে চারিদিকে সেলফি তোলার ঝড় উঠেছে। ফেসবুকে ডুকলেই চোখে পরে সেলফি। অনেকেরি ধারনা এটা নতুন একটি বিষয় কিন্তু না বিশ্বের প্রথম ‘সেলফি’ তোলা হয় ১৮৩৯ সালে। একটি সংবাদ সূত্র জানাচ্ছে, ১৮৩৯ সালে এক নবীন রসায়নবিদ রবার্ট কর্নেলিয়াস তোলেন বিশ্বের প্রথম সেলফিটি। ১৭৫ বছর আগেকার বিষয়টি আজ নতুন করে সোশ্যাল সাইটগুলিতে ঝড় তুলেছে।
সে সময়কার জনপ্রিয় ছবি তোলার পদ্ধতি ‘ড্যাগুয়েরোটাইপ’, এই পদ্ধতিতেই তোলা হয়েছিল ছবিটি। রবার্ট তাঁর ক্যামেরাটি দোকানের পিছনের দিকে বসিয়ে ছিলেন। তারপর লেন্সের ক্যাপটি সরিয়ে এক মিনিটের জন্য ‘পোজ’ দিয়ে দারিয়ে ছিলেন। ছবি তোলার পর লেন্সটি ফের ঢেকে দেয়া হয়। কর্নেলিয়াস নিজে একেই বিশ্বের প্রথম আলো ব্যবহার করে তোলা ছবি বলে দাবিও করেছেন। এর বছর চারেক বাদে আবারও একটি সেলফি তোলেন রবার্ট। তবে সেটা পরিস্কার ছিলনা।
Comment
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0