Error 404
Error 404 এই ম্যাসেজটির দ্বারা বুঝান হয় যে ওয়েবপেজটি খুঁজে পাওয়া যায়নি। ভুল কিংবা পুরাতন কোন লিস্কে (যেটি এখন আর সার্ভারে নেই) ক্লিক করলে এই ম্যাসেজটি দেখতে পাওয়া যায়। এর মানে হচ্ছে সার্ভারটি সচল আছে তবে লিঙ্কটি খুঁজে পাওয়া যায়নি। যখন সার্ভার কোন একটি ওয়েবপেজ খুঁজে পায়না তখন সার্ভারে একটি 404Error কোড তৈরি হয়।এই এরর কোডটি সার্চইঞ্জিন বুঝতে পারে এবং রেজাল্ট থেকে ঐ পেজটি সরিয়ে দেয়। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(www)- এর প্রথম ডাটাবেস স্থাপন করা হয়েছিল। এটি ছিল একটি বিল্ডিঙের ৪ তলার ৪০৪ নাম্বার রুমে। তখন ফাইল আদান প্রদানের সময় কোন ভুল থাকলে “404:Not Found”-এই মেসেজটি ব্যাবহার করা হত। সেখান থেকেই মূলত “404 Error”এর উৎপত্তি।
Comment
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0