journalism and media studies

সংবাদ কি ? What is News ? Citizen journalism Course

গত লেসনে মোটামুটি আমরা কিছু বিষয় জেনেছি। এই লেসনটিতে আমরা জানবো কোন কোন বিষয়গুলোকে আমরা সংবাদ হিসেবে ধরবো। মানে একজন নগর সাংবাদিক কোন কোন বিষয় নিয়ে কাজ করলে মানুষ বা দর্শক বা পাঠক তা নেবেন। সাথে আমরা জানবো সংবাদের প্রকারভেদগুলো। কোনটাকে আমরা কি ধরনের সংবাদ হিসেবে ট্রিট করবো।

সংবাদ এর ইংরেজি অর্থ হল NEW এর প্রতিটি word বিশ্লেষন করলে দাড়ায়। N=North, E= East, W= West, S=South অর্থাত, আমাদের চারিপাশের ঘটে যাওয়া ঘটনা হচ্ছে খবরের উতস। এই খবর শুধু দেশ নয় দেশের বাহিরেও হতে পারে।
সংবাদ প্রকারভেদ অনুসারে ৩ প্রকার
১.Hard News বা চলমান সংবাদ
২.Soft News বা আবেদনময়ী সংবাদ
৩.Investigation News বা অনুসন্ধানী সংবাদ

১) Hard News বা চলমান সংবাদ:প্রতিদিন অনেক ঘটনা ঘটে এবং সংবাদও হয়,কিন্তু চলমান সংবাদ বলতে আজকের ঘটনা বা সংবাদ আজকে এবং অতি দ্রুততার সাথে প্রকাশ করা চলমান সংবাদ।যেমন: গাজীপুরে বাস চাপায় এক পথচারী নিহত হয় এই ঘটনাটি সেই দিনের জন্য চলমান সংবাদ।
গঠনগতভাবে চলমান সংবাদ পিরামিড আকারের মত। অর্থাত যত গুরুত্বপূর্ণ তথ্য সবই উপরের অংশে থাকবে,আস্তে আস্তে গুরুত্বপূর্ণ তথ্য শেষে যাবে।

২) Soft News বা আবেদনময়ী সংবাদ:আবেদনময়ী সংবাদ যা মানবিক দিক আকর্ষণ করে মানুষ বা দর্শকের হৃদয় ছুয়ে যায়।যেমন:চলমান সংবাদের গাজীপুরের ঘটনাটি সংবাতদর পরে খোজ খবর নিয়ে দেখা গেল সেই পথচারি ব্যাক্তিটি একজন ছাত্র যার বাবা নেই, প্রাইভেট পড়িয়ে তার পড়াশুনার খরচ চালান মেধাবি ছাত্র।
তাহলে আবেদনময়ী সংবাদ গঠনভাবে পিরামিড আকারে উল্টা দিক।
আবার softnews বা আবেদনময়ী সংবাদ চলমান সংবাদের মত রাখে।যেমন: বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী মুজিবুর রহমানের ইতিহাস সেই দিনের জন্য চলমান সংবাদের মত গুরুত্বপূর্ণ।

৩) Investigation News বা অনুসন্ধানী সংবাদ:সংবাদের পেছনে সংবাদ যমেন: গাজীপুরের বাস চাপায় পথচারী ঘটনাটির পেছনে আরো অনেককিছু থাকে বাস চালক নেশাগ্রস্থ ছিল কিনা? পুলিশের মামলা কতদুর ইত্যাদি ইত্যাদি
উদাহরন দিচ্ছি, ধরুন আপনার এলাকায় কেউ একজন নতুন ভবন নির্মান করছেন। এই ভবন নির্মান করার জন্য নিয়ম অনুযায়ী রাস্তার জন্য যতটুকু জায়গা ছেড়ে দেওয়া প্রয়োজন, কিংবা আরেকটি ভবনের মাঝখানে যতটুকু জায়গা রাখা প্রয়োজন তিনি সে জায়গা ছেড়ে দিচ্ছেন না। এটি একটি সংবাদ। কারন নিয়ম অনুযায়ী জায়গা ছেড়ে না দিলে, রাস্তা সংকুচিত হয়ে যাবে। রাস্তা সংকুচিত হয়ে গেলে লোকজনের চলাচলের অসুবিধা হবে। জরুরী প্রয়োজনে হয়তবা সেখানে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না। অর্থাত সেখানে জনস্বার্থ জড়িত। তাই এটি একটি সংবাদ।
আবার যদি ভবন মালিক ঠিকঠাক মত জায়গা ছেড়ে দিয়ে ভবন নির্মাণ করেন তখন এটাকে সংবাদ হিসেবে ধরা যায়না। কিন্তু যদি এমন হয়, কেউই নিয়ম নীতির তোয়াক্কা করছেন না, এর মাঝেই দু-একজন নিয়ম মেনে ভবন নির্মাণ করছেন, তখন এই নিয়ম মানাটাই একটি সংবাদ। কারন, তার এই ইতিবাচক মানসিকতা, সমাজ তথা দেশের আরো অনেক মানুষকে নিয়ম মানতে উতসাহিত করবে। এক কথায় আপনাকে প্রতিটা সংবাদের কারন খুজে বের করতে হবে। এটা এই কারনে সংবাদ এবং এটা এই কারনে সংবাদ নয়।

এ বিষয়ে আরো একটি উদাহরণ দেয়া যাক, পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে বহু মানুষের প্রাণ হানির পর, ঢাকা শহরে বিভিন্ন এলাকায় একটি সচেতনতা তৈরি হয়েছিল। মানুষ বুঝতে পেরেছিল, যথেষ্ট পরিমানে রাস্তাঘাট না থাকলে, কোন দুর্ঘটনায় প্রানহানি তথা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব না। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজধানীর রামপুরার ওমর আলী লেনের বাসিন্দারা স্ব-উদ্যোগে নিজেদের বাসা-বাড়ীর দেওয়াল ভেঙ্গে রাস্তা প্রশস্ত করেছে। তাদের এই উদ্যোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর, রাজধানীর কাঠাল বাগান সহ কয়েকটি ঘিঞ্জি এলাকার বাসিন্দারাও উতসাহিত হয়ে একই উদ্যোগ নেন। এই ঘটনা একটি সংবাদ, কারন, এর সঙ্গে জননিরাপত্তা ও জনভোগান্তি জড়িত। এবং সমাজে এর একটি ইতিবাচক প্রভাব আছে। এক কথায় যা কিছু নতুন তাই সংবাদ।
যেমন ধরুন, কোন এলাকায় স্কুল ছিল না। এখন সেখানে নতুন করে একটি স্কুল তৈরি হয়েছে। এতে করে সে এলাকার ছেলে মেয়েরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। এই নতুন স্কুলটি একটি সংবাদ। কারণ,স্কুল হওয়ার পরে, পড়ালেখা করে সেখানকার ছেলে মেয়েদের ভাগ্য উন্নয়নের একটি সুযোগ তৈরি হয়েছে। অর্থাত এর সঙ্গে অনেক মানুষের সংশ্লিষ্টতা আছে।

আবার ধরুন, আপনার বন্ধু নতুন একটি দামী স্মার্টফোন কিনেছে। এটি তার কাছে নতুন হলেও, এর ফলে, সমাজের আর কারো কিছু যায় আসে না। তাই এটি কোন সংবাদ নয়। তবে স্মার্টফোনটি যদি ব্লাস্ট করে তাহলে সেটা সংবাদ। সর্বোপরি যেসব ঘটনা বা তথ্যের সঙ্গে জনমানুষের স্বার্থের সম্পর্ক আছে তাই সংবাদ। আর যার সঙ্গে নেই তা সংবাদ না।

তবে কিছু ব্যতিক্রমও আছে। আপনার পাশের বাড়ীর কারো সন্তান জন্ম নিলে তা গণমানুষের কাছে সংবাদ না। কিন্তু যদি কোন সেলিব্রিটি বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরিবারে নতুন অতিথি আসে, তবে তা সংবাদ। কারন এ নিয়ে জনমানুষের মধ্যে একটা আগ্রহ আছে। উদাহরণ হিসেবে বলা যায়, শাকিব খান অপু বিশ্বাসের সন্তান হওয়া না হওয়া নিয়ে কারো কিছু আসে যায়না। কিন্তু তাদের জনপ্রিয়তা এবং ব্যাপক পরিচিতির কারনে, তাদের ঘরে বাইরের সব খবর মানুষ আগহ নিয়ে জানতে চায়।
গ্রাফিক্স লোগো ইন্ট্রো ৫ সেকেন্ড

আগামী লেসনটিতে আপনি জানতে পারবেন??? সর্বোপরি একজন সংবাদ কর্মী হিসেবে আপনি কি করতে পারবেন আর কি পারবেন না, অর্থাত এই পেশারও কিছু নিয়ম কানুন, নীতি নৈতিকতা আছে, সেসব সম্বন্ধেও ধারনা দেওয়া হবে।
আর আমাদের এই পুরো কোর্স থেকে আপনি হাতে কলমে আরো শিখতে পারবেন কিভাবে রিপোর্টিং, সম্পাদনা, ভিডিও সম্পাদনা, চিত্র গ্রহন সহ সংবাদ উপস্থাপনা ইত্যাদি বিষয়। সর্বোপরি একজন সংবাদ কর্মী হিসেবে আপনি কি করতে পারবেন আর কি পারবেন না, অর্থাত এই পেশারও কিছু নিয়ম কানুন, নীতি নৈতিকতা আছে, সেসব সম্বন্ধেও ধারনা দেওয়া হবে।

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *