What is Vision Mixer ভিশন মিক্সার আদ্য-পাত্য
Vision mixer / ভিশন মিক্সার (একটি স্বতন্ত্র ইউরোপিয়ান শব্দ)
(also called online video switcher or video production switcher)
এক বা একাধিক ভিডিও ক্যামেরা সংযুক্ত করে বিভিন্ন ভিডিও উৎস মিশ্রিত করে মাষ্টার আউটপুটের জন্য ব্যবহৃত একটি ডিভাইস। (কেউ যদি একাধিক মাষ্টার আউটপুট চায় সেটা সম্ভব, তবে সেটি নির্ভর করবে ভিশন মিক্সারের মডেলের উপর) আমাদের দেশে (বাংলাদেশ) এটিকে বলে থাকে অনলাইন এডিটিং বা ভিডিও সুইচিং।
Vision Mixer কোথায় ব্যবহার হয়:
সাধারণত ভিশন মিক্সার টেলিভিশন চ্যানেলের ষ্টুডিও, ওবি ভ্যান, পোষ্ট প্রোডাকশন হাউসে ব্যবহার করা হয়ে থাকে।
Capabilities এবং ভিশন মিক্সারের Control প্যানেল:
ভিশন মিক্সার বিভিন্ন মডেলে হয়ে থাকে যেমন: 1 M/E (Mix Effect), 2 M/E, 4.5M/E এবং এখন ভিশন মিক্সারে দুই ধরনের connection ব্যবহৃত হয়। এর একটি হল newer এনালগ ইনপুট আউটপুট (component connections) অন্যটি হল Serial Digital Interface (SDI). Older ভিশন মিক্সারে কাজ করা হতো এনালগ সিগন্যাল ইনপুট আউপুট যাকে বলা হয় Composite Video বা S-Video যা এখনো ছোট আকারের প্রোডাকশন ব্যবহৃত হয়। ভিশন মিক্সার বিভিন্ন প্যানেলে বিভক্ত।
. মেনু প্যানেল (system control)
. Effects প্যানেল টি-বার, ফেডার বার অথবা Lever Arm (Cut, Mix, Wipe)
. Keying প্যানেল (Linear Key, Luminance Key, and Chroma key) etc
. Positioner or Joystick (Move, Up and Down)
. Global memory System (Store, Recall, Undo, and Modify)
. Pattern Control (Aspect, Border, Soft, Rotation,)
. Bus row (Program bus, Preview bus, key bus, Auxiary bus, Utility bus ctc)
Operation (ব্যবহার)
ভিশন মিক্সারের মূল Concept হলো bus, Basically তিনটি বাস একত্রিত হয়ে বেসিক Vision Mixer. যা হলো P
rogram bus/Preview bus (sometimes Called P/P or PGM/ PST) অন্যটি হল Key bus. তবে এর মধ্যে Program bus হলো Main out (PGM) আর Second bus হলো main previous bus. Program bus এর প্রত্যেকটি button একেকটি করে ক্যামেরা সোর্স বা টেপ আইটেম, গ্রাফিক্স প্রতিনিধিত্ব করে এবং Same Source Preview bus এ বিদ্যামান। Program bus এ যে বাটনটি press করা হবে সেটিই ভিডিও আউট হিসেবে প্রদর্শন হবে ভিডিও মনিটরে, অনেক সময় আমরা Program বাসকে Active বা hot বাস বলে থাকি এবং Preview bus এর জন্যেও নির্ধারিত ভিডিও মনিটর আবশ্যক। ভিশন মিক্সারের আরেকটি অন্যতম ফিচার হলো
Transition Lever যেটাকে আমরা টি-বার, ফেডার বার বলে থাকি। এটির কাজ অনেকটা অডিও ফেডারের মত। এটি দিয়ে দুই বাসের মধ্যে (PGM/PST) Smooth Transition তৈরী করা হয়। যখন কোন ইফেক্ট টি-বার হাত দিয়ে Manually move করা হয়,তখন ইফেক্ট এর Duration user তার ইচ্ছে মতে define করতে পারে অথবা auto transition ও ব্যবহার করা যেতে পারে। Transition বার এর পাশে আরেকটি বাটন হলো, cut or take যা দিয়ে কোন ইফেক্ট ছাড়া ডিরেক্টলি Program and Preview বাস এর সাথে one shot to Another shot করতে ব্যবহার হয়। ভিশন মিক্সারের common Transition হলো dissolves (Similar to an audio cross-fade) and pattern wipes.
Key বাসটি ব্যবহৃত হয় com positing এর জন্য একটি ভিশন মিক্সারে একের অধিক Key বাস থাকে। একটি Key এর জন্য একটি সিগন্যাল, যেমন সেটি হতে পারে on screen graphic বা কোন ইমেজ, পিকচার ইন পিকচার (P in P), Chrominance, Luminance, (That is called additional video signal similar, to an Alpha Channel. আর তখন program বাস এ যে ভিডিও দেখা যাবে তার উপর এটি প্রদর্শিত হবে এবং program বাস তখন Background mode এ থাকবে। আরও একটি keying stage আছে যেটাকে বলা হয় downstream keyer (DSK) এটি ব্যবহৃত হয় keying text or graphics এর জন্য। যখন সিগন্যালকে Black এর সাথে মিক্স করা হয়,তখন সেটিকে বলে fade to Black. (Usually Called FTB)
এছাড়াও ভিশন মিক্সারের আরো কিছু Additional functions আছে যেমন Talk-back System, Tally System, VTR Controlling, (Serial Communication) Auxiliary- রাউটিং Another ভিডিও সিগন্যাল for Program out এবং DVE, (Digital Video Effects) Memory Register যা দিয়ে কোন ইফেক্টস তৈরী করে Store বা Recall করা যায়।
Setup
ভিশন মিক্সারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- Synchronization যেমন Professional video Camera, VTR, on screen Graphics, Text এই সব সোর্স এর একটির সাথে অন্যটির proper Synchronization যেটাকে বলা হয় Genlocked With Coloburst যা দিয়ে ভিডিও সিগন্যাল জেনারেট হয়। অনেক ভিশন মিক্সারে Internal sync থাকে, আর যে সব ভিশন মিক্সারে internal sync নেই, সেখানে আলাদা frame-sync আবশ্যকীয়। এ ছাড়াও Cable Length, Temperature এই বিষয় গুলোও মাথায় রেখে ভিশন মিক্সার Setup করা হয়। যেকানে ভিশন মিক্সার প্যানেলটি Setup হবে সেখান থেকেই এটি Control করা হয় আর সেই জায়গাকে বলা হয় Production Control Room (PCR). সেই জায়গাটি কোন ইনডোর ষ্টুডিও বা আউটার place ও হতে পারে।
Manufacturers:
. Grass Valley
. Ross Video
. Snell & Wilcox
. Black Magic Design
. Data Video
. Sony
. Philips
. Roland
লিখেছেন : রিপন সাহা সিনিয়র অন-লাইন এডিটর (দেশ টিভি)