AGP ( এজিপি )
AGP এজিপি পুরো শব্দটি হল “অ্যাক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট”। ১৯৯৬ সালে ইনটেল তাদের মাদারবোর্ডে দ্রুতগতির গ্রাফিক্স কার্ড যুক্ত করার জন্য এই পোর্টের উদ্ভাবন করে যা তৎকালীন পিসিআই পোর্টের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ছিল। এটা হল পৃথক একটা বাস যাতে গ্রাফিক্স কার্ড লাগানো হত। সাধারণ পিসিআই পোর্টের সাথে এর পার্থক্য হল – পিসিআই পোর্টে যে কোন ডিভাইস লাগানো যেত, কিন্তু এজিপিতে শুধুমাত্র গ্রাফিক্স কার্ড লাগানো হত আর কিছু নয়।
এজিপি স্লট মাদারবোর্ডের সাথে পিসিআই স্লটের মত বিল্ট-ইন অবস্থায় ছিল। এর ফর্ম ফ্যাক্টর পিসিআই এর মতই ছিল। তিন ধরণের এজিপি ছিল যাদের এজিপি ১.০, এজিপি ২.০ ও এজিপি ৩.০ এভাবে বলা হতো।
এজিপি কার্ড শুধুমাত্র ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা হত। ২০০৪ সালে খুব দ্রুতগতির পিসিআই-এক্সপ্রেস বা PCIe আসার পর থেকে এর ব্যবহার কমতে শুরু করে। এর পরেও পিসিআই-ই আর এজিপি সহ মাদারবোর্ড পাওয়া যেত। ২০০৬ সালের পর থেকে এজিপি স্লটের ব্যবহার বন্ধ হয়ে গেছে।