হ্যালোজেন ওয়ার্ক ল্যাম্প
যেখানে লাইটের প্রয়োজন এবং লাইটকে নাড়াতে হবে সেখানে হ্যালোজেন ওয়ার্ক লাইট খুবই কার্যকর। যেমন-বিল্ডার্স, মেকানিসক ইত্যাদি। ওয়ার্ক ল্যাম্প বিভিন্ন সাইজ ও কনফিগারেশনের হয়ে থাকে। পোর্টেবল ইউনিটের ক্ষেত্রে এতে ছোট স্ট্যান্ড লাগানো থাকে। এটি মাল্টি হেডেড স্ট্যান্ডেও ব্যবহার করা যায়। এর পাওয়ার রেটিং হয়-১৫০ ওয়াট থেকে ৫০০ ওয়াট পর্যন্ত।
ভিডিও ধারণের ক্ষেত্রে ওয়ার্ক ল্যাম্প সস্তা ব্যবস্থা হতে পারে। এটি সাধারণত অনেক বড় এলাকায় আলো দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, এই লাইটগুলো ভিডিও অথবা ফটোগ্রাফির জন্য তৈরি করা হয়নি। এটি দিয়ে পারফেক্ট লাইট কখনই পাওয়া যায় না। এতে হয় লাইট বেশি হবে নয়ত কম। এর প্রটেকটিভ গ্রিল লাইটের মধ্যে সেড তৈরি করতে পারে।
আর একটু বেশি সাবধানতার জন্য আপনি ওয়াটার প্রুফ লাইট ব্যবহার করতে পারেন। বিশেষ করে আপনি যদি আউটসাইডে কাজ করেন তাহলে।