হাইড করে রাখুন ব্যাক্তিগত ড্রাইভ
পিসিতে আমাদের ব্যাক্তিগত কিছু ফাইল থাকে যা আমরা সবার সাথে সেয়ার করতে পছন্দ করিনা। তাই আপনি চাইলে নিচের পদ্ধতিতে আপনার ব্যাক্তিগত ড্রাইভটি হাইড করে রাখতে পারেন।
১। ‘উইন্ডোজ-কী+R’ চেপে রান ওপেন করুন।
৩। ‘diskpart’ লিখে এন্টার চাপুন।
৪। ‘list volume’ লিখে এন্টার চাপুন।
আপনাকে ড্রাইভগুলোর ভলিউম নাম্বার সহ বিস্তারিত তথ্য দেখানো হবে
আপনি যে ড্রাইভটি হাইড করতে চান তার ভলিউম নাম্বার লিখে(যদি ভলিউম ১ এর ড্রাইভটি হাইড করতে চান তাহলে লিখুন ‘select volume 1’)এন্টার চাপুন।
৬। এরপর লিখুন ‘remove letter D’ (আপনি যে ড্রাইভটি হাইড করতে চান তার ড্রাইভ লেটার লিখুন) এবং এন্টার চাপুন।
এরপর বেরিয়ে আসুন। এবার কম্পিউটার রী-স্টার্ট দিলেই আপনার ড্রাইভ হাইড হয়েযাবে।
ড্রাইভটি আন-হাইড করার জন্য প্রথম ৫ টি পদক্ষেপ আগের মতই অনুসরণ করুন। এরপর লিখুন ‘assign letter D’ এবং এন্টার চাপুন।
এবার বেরিয়ে এসে কম্পিউটার রী-স্টার্ট দিন। তাহলেই আপনার ড্রাইভ আবার ফিরে আসবে।