শিল্পে রংয়ের ছোয়া
স্যার ইসাক নিউটন প্রথম বিজ্ঞানী যে রংয়ের তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন। ১৬৭১-৭২ সালে সে রংয়ের সূত্রপাত ঘটান।
এই ছোট্ট পরীক্ষাটি প্রমাণ করেছে যে রং আলো থেকে আসে। সত্যি বলতে, রং-ই আলো। বিজ্ঞানীরা রংয়ের ব্যাখ্যা নিয়ে অনুসন্ধান করেছে, অপর দিকে শিল্পীরা বিশ্লেষণ করেছে এর দর্শন সংক্রান্ত বিষয় নিয়ে।
প্রতিচ্ছায়াবাদ/ইঙ্গিতে চিত্রাঙ্গন ও আলো
প্রতিচ্ছায়াবাদ চিত্রাঙ্গনের একটি নতুন কৌশল যা ঊনিশ শতকে ফ্রান্সে উদিত হয়েছিল। প্রতিচ্ছায়াবাদী শিল্পীরা সবসময়ই আলোর যে পরিবর্তন সে বিষয়ে আগ্রহী ছিলেন। বিভিন্ন রংয়ের ছোয়ায় তারা এ জিনিসটি ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। তাদের চিত্রাঙ্গনের এ কৌশল ইউজিন শেভ্রিউলকে তার বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে অনুপ্রাণিত করতো।
প্রতিচ্ছায়াবাদ চিত্রাঙ্গনের ক্ষেত্রে শিল্পীরা পুরাতন কোনো বিষয় বস্তুর ছবি আঁকার সময় কালো ও বাদামী রং ব্যবহার করতো।
প্রতিচ্ছায়াবাদী কৌশল
প্রতিচ্ছায়াবাদী শিল্পীরা তাদের চিত্রে আলোর দ্রুতগামী প্রভাব আনতে ছবি আঁকার চিরাচরিত নিয়মগুলো ত্যাগ করতো।
https://youtu.be/W3mRxHhKS3A