ল্যান্ডফোন ব্যবহারকারীর নাম ও ঠিকানা জানুন
বাংলাদেশে ল্যান্ডফোন ব্যবহারকারী অপরিচিত কারো পরিচয় জানার প্রয়োজন হতে পারে। যে কোন ল্যান্ড ফোন নাম্বার দিয়েই আপনি ইচ্ছা করলে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে পারবেন। খুব সহজ একটি পদ্ধতিতে এটি করা যায়। চলুন দেখি কিভাবে এটি করা যায়।
এই কাজটি করতে প্রথমে নিচের লিংকে ক্লিক করুনঃ
http://203.112.222.42/default.html
এরপর নিচের ছবির ধাপ গুলো অনুসরণ করুনঃ
লগইন এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে
প্রথমে CUSTOMER ID (AREA CODE + PHONE) এ আপনি যে ফোন নাম্বার ব্যবহার করে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে চান সেই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান। এরপর PASSWORD হিসেবেও একই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান এবং লগইন করুন।
এবার নিচের ছবি অনুসারে কাজ করুনঃ
PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবেঃ
মার্ক করা অপশন দুটোর যে কোন একটিতে ক্লিক করুন। নিচের ছবির মত আরেকটি পেইজ আসবে।
এরপর মাস ও বছর লিখে সাবমিট করুন। নিচের ছবির মত আপনি একটি বিল দেখতে পাবেন যেখানে ব্যবহারকারীর নাম ও ঠিকানাও থাকবে। এভাবেই অপরিচিত যে কারও নাম ও ঠিকানা বের করতে পারবেন। এছাড়াও বিটিসিএল এর গ্রাহকরাও নিজেদের টেলিফোন বিল ইন্টারনেটে দেখতে পারবেন।
পাঠিয়েছেন :- শান্টু ( ঢাকা )