মাউস এর কাজ হবে কী -বোর্ড এ
অনেক সময় দেখা যায় মাউস ঠিক মত কাজ করছে না বা মাউসের তার আপনার কাছে আসছে না আবার নিছক সখের বসেই কী বোর্ড দিয়ে মাউসের কাজ করতে মন ছাইছে। নিচের প্রক্রিয়া দেয়া হলঃ
প্রথমে স্টার্ট মেনু থেকে ‘Control Panel’-এ যেতে হবে। এখানে ‘Ease of Access’-এ ক্লিক করে এখান থেকে ‘Change how your mouse works’ সিলেক্ট করুন।
এখান থেকে ‘Turn On Mouse Keys’ ইনাবেল করে দিন। এরপর ওকে দিয়ে বেরিয়ে আসুন। ( উপরের ছবিটার দিকে নজর রাখুন )
এখন আপনি নাম্বার লক অন করে আপনার নিউমেরিক কী-বোর্ড দিয়ে মাউস কন্ট্রোল করতে পারবেন। ( উপরের ছবিটার দিকে নজর রাখুন )
লিখেছেন:শাহজালাল খান(জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
নির্বাচিত লেখা আমরা পেয়ে থাকি অপরিচিত মাধ্যম থেকে, এর কোন বিষয় যদি কারও কোন আপত্তি থাকে আমাদের জানানোর অনুরোধ রইলো।
Comment
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0