মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগ !!!
একজন মানুষের চিন্তা ভাবনা সরাসরি চলে যাবে অন্যজনের মাথায়৷‘ব্রেন টু ব্রেন’ বা মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগের পদ্ধতি নিয়ে কাজ করছেন স্নায়ুবিজ্ঞানী ও রোবর্ট প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দল৷ কাছাকাছি নয়, পাঁচহাজার মাইল দুরে বসেও একজনের মস্তিষ্কের সঙ্গে আর একজনের মস্তিষ্কের যোগাযোগ সম্ভব৷
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও ইজরায়েলের গবেষকরা এই ব্রেইন কানেকসন নিয়ে গবেষণা করছেন। পত্রিকার এক লেখক জানিয়েছেন, মানব মস্তিষ্কের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ সম্ভব কি না তা পরীক্ষা করতে গিয়ে সফল হয়েছেন বিজ্ঞানীরা৷
কিন্তু কিভাবে সম্ভব এই অসাধ্য কাজ? পত্রিকার লেখক জানিয়েছেন, গবেষকরা ইইজি ব্যবহার করে মানুষের মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করেন এবং কম্পিউটার কোড হিসাবে তা রূপান্তর করে অন্যপ্রান্তে থাকা আরেক জনের মাথায় সে বার্তা পৌঁছে দেন৷
গবেষনা সংক্রান্ত এক পত্রিকা পিএলওএসওয়ানে এই খবর প্রকাশিত হয়েছে৷