সবাইকে স্বাগতম আমাদের নতুন কোর্সে এই কোর্সটি মূলত ভিডিও বানানো নিয়ে। আমরা যারা নিজে নিজে ভিডিও বানাতে চাই তাদের ভিডিওর গ্রামার, সফ্টওয়্যার সহ বিভিন্ন টেকনিক খুব সহজ ভাষায় তুলে ধরা হবে এই কোর্স। আমাদের প্রথম পর্বে থাকছে ভাইরাল ভিডিও কি ? এটা কারা বানায় ? কিভাবে আপনি ভাইরাল ভিডিও বানাবেন। আলোচনা করছেন আলি আহমেদ নেমান ( ভিডিও মেকার এবং ট্রেনার )
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের কমেন্ট করুন , লাইক দিয়ে শেয়ার করুন এবং আগামি ভিডিওতে আমাদের সাথে থাকতে অবস্যই সাবস্ক্রাইব করুন এখনি।ভালো থাকুন, সৃষ্টিশীল থাকুন আর নিজের মনমত পেশায় নিজেকে গড়ে তুলুন।