ভিজিটিং কার্ড থেকে নম্বর সেভ করুন ১ ক্লিকে
কারো কাছে ফোন নম্বর চাইলে দেখবেন অনেকেই তার ভিজিটিং কার্ডটি ধরিয়ে দেয়। তখন সেই কার্ড থেকে ধরে ধরে নাম,ফোন নম্বর,ঠিকানা ইত্যাদি সেভ করা একটা জটিল সমস্যা হয়ে দাড়ায়। আজ আমরা জানবো কিভাবে এক ক্লিকেই আপনার এ্যন্ড্রয়েড ফোনে ওই ভিজিটিং কার্ডের সকল ডাটা আপনার মোবাইলে চলে আসবে।
১.প্রথমে play Store-এ যেয়ে Cam Card সফটটি ডাউনলোড করি।
২.ইন্সটল করি
৩.এ্যপসটি ব্যবহার করার জন্য প্রথমেই সাইন আপ করতে হবে
৪.এবার সাইন আপ অপশনে যেয়ে ফরমটি Fill Up করার জন্য ই-মেইল এ্যড্রেস এবং পাসওয়ার্ড দেই
৫.আমরা চাইলে ফোন নম্বর দিয়েও রেজিস্ট্রেশন করতে পারি।
৬.Send activation e-mail-এ ক্লিক করি।
৭.এবার ই-মেইলটি ওপেন করে activation কোডটিতে ক্লিক করুন।এখন আপনার কাজ শেষ।
৮.এবার Cam Card সফটটি সাইন ইন করে ক্যামেরাতে ক্লিক করি
৯.একটি ভিজিটিং কার্ড নেই
১০.ক্যমেরার সামনে ভিজিটিং কার্ড রেখে একটি ছবি তুলি
১১.ছবি তোলার সাথে সাথে দেখবেন ওখানে প্রিন্ট করা নাম,ফোন নম্বর,ঠিকানা সহ সকল ডাটা মোবাইলের কনট্যাক্টে চলে গেছে।এখন জাস্ট সেভ করুন।
এভাবেই আপনি আপনার মানিব্যাগে রাখা ভিজিটিং কার্ডগুলি ফটাফট বের করে Contact নম্বরগুলি সেভ করে ফেলুন।