ব্যাটারি চার্জ হবে দুই মিনিটে!
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন ব্যাটারি ব্যবহারযোগ্য এমন এক উপাদানের সন্ধান তারা পেয়েছেন যেটি ব্যবহার করে মাত্র দুই মিনিটে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে ব্যাটারি। গবেষকরা জানিয়েছেন উপাদানটির নাম টাইটেনিয়াম ডাই-অক্সাইড। যেটি সাধারণত ব্যবহার হয়ে থাকে সানস্ক্রিনে। সিঙ্গাপুরের ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকেরা টাইটেনিয়াম ডাই-অক্সাইডের জেল ব্যবহার করে স্মার্ট এই ব্যাটারি তৈরির দাবি করেছেন। তাঁরা এই ব্যাটারি তৈরিতে প্রচলিত গ্রাফাইট অ্যানোডের পরিবর্তে সাশ্রয়ী এ উপাদানটিই বেছে নিয়েছেন এবং তাতে চমৎকার ফল পেয়েছেন। টাইটেনিয়াম ডাই-অক্সাইডের জেল ব্যাটারির রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে বলে দ্রুত চার্জ সম্পন্ন হয়। ব্যাটারিটি ২০ বছর ব্যবহার করা যাবে এবং চার্জিং সাইকেল হবে ১০ হাজারবার পর্যন্ত।
গবেষকরা আশা করছেন আগামী দুই বছরের মধ্যেই এই ব্যাটারি ক্রেতাদের কাছে পৌঁছানো সম্ভব হবে।