ব্যাকআপ নিন আপনার ফোন নম্বরগুলি
আমরা অনেকেই এ্যন্ড্রয়েড ফোন ব্যবহার করি। ফোন ব্যবহার করতে করতে যে কোন সময়ই ফোনটি রিসেট নেয়ার প্রয়োজন পড়তে পারে। যার ফলে ফোনে সেভ করা সব ফোন নম্বর এবং এসএমএস ডিলেট হয়ে যেতে পারে। যা পুনরায় উদ্ধার করা খুবই কষ্টসাদ্ধ। এমনও হতে পারে আপনি নতুন মোবাইল সেট কিনেছেন। সেক্ষেত্রে নতুন মোবাইল সেটটিতে ফোন নম্বরগুলি স্থানান্তর করা খুবই কষ্টসাধ্য। আজ আমরা জানবো কিভাবে অতি সহজেই এক মোবাইল থেকে অথবা রিসেট/ফরম্যাট হওয়া ফোন নম্বরগুলি ফিরিয়ে আনা যায়, মানে ব্যাকআপ নেয়া যায় ।
১.Google Play Store এ যেয়ে Super Backup সফটটি নামাতে হবে।
২.ইন্সটল করুন
৩.ফোন নম্বর Backup নেয়ার জন্য Contacts-এ ক্লিক করুন। আর এসএমএস Backup নেয়ার জন্য SMS-এ ক্লিক করুন।
৪.এখন BACKUP CONTACTS WITH PHONE NUMBERS-এ ক্লিক করুন
৫.এখন সেভ করার জন্য অপশন আসবে।সেখানে একটি নাম দিন এবং OK –তে ক্লিক করুন।
৬.এখন আপনি আপনার সেভ হওয়া নম্বরগুলি নিজের গুগল ড্রাইভে বা আপনার আপন কারও কাছে ই-মেইল করে দিন।
ব্যাস!এইবার আপনার কাজ শেষ।আপনার যখনই ফোনে কোন সমস্যা হবে রিসেট দিলে বা নতুন মোবাইল কিনে ই-মেইলে Send করা ই-মেইলটি Download করে জাস্ট ক্লিক করুন। দেখবেন সব ফোন নম্বরগুলি ফিরে এসেছে।