বিদ্যুত (মাইকেল ফারাডে)
আমরা আজ যে বিদ্যুত ব্যবহার করি তা আবিস্কার হয়েছিল ১৮২৯ সালে। ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফারাডে বিদ্যুত আবিস্কার করেন। তিনি ১৭৯১ সালের ২২শে সেপ্টেম্বর যুক্তরাজ্যের নিউইনটন বাটসে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জেমস ফারাডে, যিনি পেশায় ছিলেন একজন কামার।
মাইকেল ফারাডে একজন ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী ছিলেন তিনি। গ্রেট ব্রিটেনের রয়্যাল ইন্সটিটিউশনে রসায়ন বিভাগের সর্বপ্রথম প্রফেসর তিনি। ১৮২৫ সালে রসায়ন বিভাগের ল্যাবরেটরির দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই বিদ্যুত তৈরির ধারণা নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। অবশেষে ১৮২৯ সালে তিনি বিদ্যুত আবিস্কারে সাফল্য পান। ফারাডে রয়্যাল মেডেল, কুপলে মেডেল আর রামফোর্ড মেডেলের মত অসংখ্য খেতাব পেয়েছেন। মারা গেছেন ১৮৬৭ সালের ২৫শে আগষ্ট।
Comment
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0