বিক্রেতারা ভ্যাট রেজিষ্ট্রেশন করেছে কিনা জানুন
আমরা প্রায় সময়ই বিভিন্ন দোকানে কেনাকাটা, রেষ্টুরেন্টে খাওয়াদাওয়া করি। বিভিন্ন দোকানে কেনাকাটার পর ক্রয়মূল্যের উপর বা রেষ্টুরেন্টের বিলের উপর একটি নির্দিষ্ট পরিমান পার্সেন্টেজ এর ভ্যাট আলাদাভাবে যোগ করে দোকানি বিল ধরিয়ে দেয়। এই অতিরিক্ত পার্সেন্টেজ কেন?-এ কথা জিজ্ঞাসা করলে দোকানি বলে স্যার/ম্যাডাম এটা ভ্যাট যা সরকারকে দিতে হয়। আদৌ কি এই টাকা সরকারি খাতে জমা হয়? বা ওই দোকানের কি আদৌ ভ্যাট রেজিষ্ট্রেশন করা আছে? আজ আমরা জানবো,একটি দোকানের/ রেষ্টুরেন্টের ভ্যাট রেজিষ্ট্রেশন করা আছে কিনা এবং যদি না থাকে কিন্তু দোকানি আপনার থেকে ভ্যাট নিলো তাহলে কিভাবে কমপ্লেইন করবেন তার বিস্তারিত ।
১.প্রথমেই আমরা Goolge Play Store থেকে Vat Checker এ্যপসটি ডাউনলোড করে ইন্সটল করবো।
২. এ্যপসটি ওপেন করে যদি দোকানির দেয়া বিলে ভ্যাট রেজিষ্ট্রেশন নম্বর দেয়া থাকে সেই নম্বরটি লিখুন তারপর Check এ ক্লিক করুন।
৩.যদি ভ্যাট রেজিষ্ট্রেশন করা থাকে তবে দোকানের বা রেষ্টুরেন্টের নাম চলে আসবে
৪.আর যদি দোকানের বা রেষ্টুরেন্টের ভ্যাট রেজিষ্ট্রেশন করা না থাকে তবে (এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে ভ্যাটের সরকারী অনুমোদন পাওয়া যায়নি)এমন একটি লেখা আসবে।
সেক্ষেত্রে আমরা কি করবো?
৫. (এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে ভ্যাটের সরকারী অনুমোদন পাওয়া যায়নি) এই টেক্সটির নিচেই দেখুন অভিযোগ নামে একটি বাটন আছে। ক্লিক করুন।
৬.নিচের ছবির মতন এমন একটি পেজ আসবে।দোকানের লোকেশন ক্লিক করুন।
৭.প্রতিষ্ঠানের নাম/ঠিকানা দিয়ে দোকানি যে বিলটি আপনাকে দিয়েছে সেই বিলের একটি ছবি তুলে আপনার সমস্যার কথা উল্লেখ করুন
৯.এখন সরাসরি আপনার ই-মেইল একাউন্টে চলে যাবে।ই-মেইলটিকে Send করে দিন।এবার আপনার কাজ শেষ।বাকি কাজ ভ্যাট অফিসই দেখবে।