ফটোগ্রাফি শিখুন বাড়ী বসে
ডিজিটাল প্রযুক্তি আসার পর মানুষের হাতে হাতে ক্যামেরা পৌঁছে গেছে। সফটওয়্যার ও হার্ডওয়্যারের উন্নতির ফলে ক্যামেরা নিজেই অনেক দৃষ্টিনন্দন ছবি তুলতে পারছে। অনেকটাই হারিয়েছে ছবি প্রিন্টের প্রয়োজনিয়তা। ক্যামেরা থেকে ডিজিটাল ইমেজ সরাসরি চলে যাচ্ছে বিভিন্ন ওয়েব সাইট আর সোস্যাল নেটওয়ার্কে। ক্যামেরা যুক্ত হয়েছে মোবাইল ফোনের সাথে। প্রায় সমস্ত ডিজিটাল ক্যামেরাতেই যুক্ত হয়েছে ভিডিও প্রযুক্তি। এই সবকিছু ফটোগ্রাফি কতটা উন্নতি ঘটিয়েছে তা বলা মুশকিল। কিন্তু মাধ্যমটিকে জনমানুষের অনেক কাছে নিয়ে এসেছে। তাই মোটামুটি একটা ডিএসএলআর এখন তরুণদের হাতের মুঠোয়। তবে তার কতটা ফটোগ্রাফি সাধনার জন্য আর কতটা সঙ্গিনীকে আকর্ষিত করার জন্য তা নিয়ে বিতর্ক হতে পারে। আমাদের চেষ্টা প্রকৃতই যারা ফটোগ্রাফার সাধনা করতে চায় তাদের পথ দেখানো।
আমাদের প্লাটফর্মটি দেখুন http://store.clickntech.com/
clickNtech.com এ সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্লাটফর্মটি সর্ম্পকে জানুন।
ইউটিউব চ্যানেলটি দেখতে ক্লিক করুন https://www.youtube.com/channel/UCs4GfhSGFHCfE4EVrLq3QYg
ফেসকুবে সাথে থাকতে লাইক দিন https://www.facebook.com/clickntech/