পেন্সিল স্কেচ ০৯
পেন্সিল স্কেচ বা ছবি আঁকার প্রাথমিক কিছু আকৃতি(shape):
প্রাথমিক ভাবে কিছু সাধারন সেপ(shape), আঁকার ক্ষেত্রে আপনাকে অনেক সাহায্য করবে। যেহেতু এই সেপগুলো আপনার আউটলাইন(outline) হিসাবে কাজ করবে তাই এগুলো গাড় করবেননা। এক্ষেত্রে হালকা ভাবে HB পেন্সিল ব্যাবহার করাই ভালো।
আউটলাইন যত হালকা হবে এগুলো মুছে ফেলতে আপনার তত সুবিধা হবে। অনেক সময় আউটলাইন বেশী হালকা হলে মোছারো প্রয়োজন হয়না।
বেসিক সেপগুলো আঁকা হয়ে গেলে নিখুঁত ভাবে এগুলো অনুসরন করবেননা। মনে রাখবেন, বেসিক সেপগুলো আঁকবেন শুধু আপনার ছবিটি কেমন হবে তার ধারনা নেয়ার জন্য। বেসিক সেপ আঁকার পর যেখানে যতুটুক পরিবর্তন করতে হবে বলে মনে করেন সেগুলো করুন এবং আপনার ছবিকে একটি চুরান্ত আকৃতি দিন। নিচে কয়েকটি বেসিক সেপ(আয়ত, ট্রাপিযইড এবং বৃত্ত) ব্যাবহার করে একটি গাড়ি আঁকা দেখান হলঃ
বেসিক সেপের ক্ষেত্রে বৃত্ত, ত্রিভুজ, সামত্নরাল, আয়ত ইত্যাদি একদম নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। এই সেপগুলোর অনেক ধরেনের হয়ে থাকে। নিছে কিছু দিমাত্রিক ও ত্রিমাত্রিক সেপের ছবি দেওয়া হলঃ
বেসিক সেপ ব্যাবহার করে মানুষের মুখ চোখ ইত্যাদিও আঁকা যায়, বিশেষ করে কার্টুনের ক্ষেত্রে। নিচের ছবিগুলো লক্ষ্য করুনঃ