পেন্সিল স্কেচ ০৭
এবারের অনুশীলনীতে আমরা একটি বক্সের টু পয়েন্ট পারসপেক্টিভ(two point perspective) ছবি আঁকব। অর্থাত এতে বস্তুটির টপ ভিউ(top view), লেফট ভিউ(left view) এবং রাইট ভিউ(right view) পাওয়া যাবে, পেন্সিল স্কেচ শেখার জন্যে এটা খুব দরকার। নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
১. প্রথমে একটি সোজা আনুভূমিক (horizontal) লাইন আকুন
২. এবার লাইনটির দুই প্রান্তে দুইটি বিন্দু নিন। যেহেতু আনুভুমিক লাইনটি ছবির ভ্যানিশিং পয়েন্ট, তাই বিন্দু দুইটিও ভ্যানিশিং পয়েন্ট
৩. মনে রাখবেন ভ্যানিশিং পয়েন্টের দুটি বিন্দু থেকে একই কোনে বিপরিত দিকে আসা রেখা যেখানে ছেদ করে সেটাই বিন্দু দুইটির মধ্যবিন্দু। এবার আনুভূমিক লাইনের বিন্দু দুইটির প্রতিটি বিন্দু থেকে ছয়টি লাইন আকুন যেন এক বিন্দুর ছয়টি লাইনের কোন এবং অপর বিন্দুর ছয়টি লাইনের কোন একই হয়। নিচের ছবিটি খেয়াল করুন-
৪। এবার উলম্ব(vertical) লাইনটি আঁকুন যেটি আনুভূমিক লাইনের সাথে ৯০ ডিগ্রী কোনে আছে। এই লাইনটিই হবে বক্সের কোনা(corner)।
৫। যে চারটি লাইনের সাহায্যে উলম্ব লাইনটি এঁকেছেন ওগুলো বাদে বিন্দু দুইটি থেকে আসা বাকি লাইনগুল মুছে দিন।
৬। এবার উলম্ব লাইনের ডানে ও বামে আরও দুইটি উলম্ব লাইন টানুন। এই দুইটি লাইনের মাপের উপর নির্ভর করে আপনার বক্সতি কত লম্বা এবং প্রসস্থ হবে।
৭। এবার ডান পাশের লাইনের উপরের প্রন্ত ভ্যানেশিং পয়েন্টে থাকা বাম পাশের বিন্দুর সাথে এবং বাম পাশের লাইনের উপরের প্রান্ত ডান পাশের বিন্দুর সাথে যোগ করুন। এবার বক্সটি রেখে বাকি দাগ গুলো মুছে দিন।
বক্সটিকে ভালো ভাবে আউটলাইন করুন এবং শেড করুন। তাহলে আপনি শিখে গেলেন কিভাবে আঁকতে হয় টু ওয়ে বা টু পয়েন্ট পারসপেক্টিভ বক্স।