পেন্সিল স্কেচ ০৬
এবার কিভাবে পেন্সিল স্কেচ এ ত্রিমাত্রিকতা করতে হবে একটু অনুশীলন করা যাক। আমরা তিন ধরনের অনুশীলন করব। আজ হবে ওয়ান পয়েন্ট প্রেসপেক্টিভ লাইন। একটি পেয়েন্ট থেকে কিভাবে ত্রিমাত্রিক ছবি আঁকতে হয় তার একটি অনুশীলন দেয়া হল। ছবির সাহায্যে নিচে প্রক্রিয়া তুলে ধরা হল। যেভাবে বলা হয়েছে সেভাবে করতে পারলে ওয়ান পয়েন্ট প্রেসপেক্টিভ লাইন সম্পর্কে পুরো পুরি ধরাণা হয়ে যাবে।
১. নিচের ছবির মত প্রথমে একটি সোজা লাইন টানুন। এর এক প্রান্তে একটি ভ্যানেশিং পয়েন্ট এবং লাইনের আরেকটি প্রান্ত চিন্হিত করুন।
২. এবার দুই প্রান্ত থেকে ৩০ ডিগ্রি কোন আকুন এবং লাইনগুলোকে সামনে প্রসারিত করুন। ছবির মত একটি টপ লাইন, একটি ভারটিকাল লাইন এবং একটি বটম লাইন চিন্হিত করুন।
৩. এবার তিনটি লাইনে একটি বক্স আঁকতে হবে।
৪. এবার বক্সটিকে রেখে বাকি লাইনগুলো মুছে দিন এবং বক্সটিকে পেন্সিল দিয়ে হালকা কালো করে দিন।
একটি বিন্দু থেকে আঁকা এই বক্সটি দেখতে সত্যিকারের মত মনে হয়। আশা করি এই অনুশীলনটি করার পর বুঝতে আর কোন সমস্যাই থাকবে না।