পেন্সিল স্কেচ ০৫
ছবি আঁকা বা পেন্সিল স্কেচ বলতে কোন কিছুকে শুধু কাগজে আঁকলেই হবে না। বাস্তবতার সঙ্গে মিল রেখে ত্রিমাত্রিক হতে হবে। তা না হলে ছবিটি মৃত ছবি ছাড়া কিছুই হবে না। তাই শিক্ষার্থীদের ছবির ত্রিমাত্রিক বাস্তবতার দিকেও খেয়াল রাখতে হবে। সাধারণ চোখে আমরা যেমন দেখি ঠিক তাই কাগজে তুলতে হবে। যেমন একটি বস্তু আমাদের যত কাছে আসে তা তত বড় দেখায় এবং যত দূরে যেতে থাকে তা তত ছোট দেখায়। এই ব্যাপারটি ছবিতে তুলে ধরতে হবে। আরা একটি সোজা লাইন কল্পনা করি।
আমরা যদি বাস্তবতার সঙ্গে মিল রেখে ছবির বাম প্রান্তে একজন মানুষকে কল্পনা করি তাহলে মানুষটিকে যতে ডানে নিয়ে যাব তত ছোট হতে থাকবে এবং একটা সময় তা একটি প্রান্তে মিলিয়ে যেতে থাকবে । যাকে বলা হয় ভ্যানেশিং পয়েন্ট। নিচের ছবিটির মাধ্যমে পুরো ব্যাপারটিকে তুলে ধরা হল।নিচের ছবিটিতে আমারা জিরো পয়েন্ট ধরে একটি ছবিকে কিভাবে ত্রিমাত্রিক রূপ দেয়া যায় তা দেখানো হল।