কম্পিউটার প্রযুক্তি

পি এইচ পি (PHP)

পি এইচ পি (PHP) পুরো শব্দ (Hypertext Preprocessor) হাইপারটেক্সট প্রিপ্রসেসর । পি এইচ পি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবেও  পরিচিত। ডাইনামিক এবং ইন্ট্রারএকটিভ ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে পি এইচ পি একটা শক্তিশালি ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে থাবে । এটা ওপেন সোর্স জেনারেল পারপোজ স্ক্রিপ্টিং ল্যঙ্গুয়েজ হওয়ায় ওয়েব প্রোগ্রামারদের কাছে অধিক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া পি এইচপি ওয়েবে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে থাকে ।

পি এইচ পি কে এইচ টি এম এল (HTML) এর সাথেও ব্যবহার করা হয়ে থাকে । বর্তমানে যথেষ্ট জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ও জুমলা সহ বেশ কিছু এডভান্সড ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) পি এইচ পি দ্বারা তৈরি করা । পি এইচ পি ব্যবহার করে কাস্টম কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা যায়। এছাড়া ই-কমার্স, ম্যানেজমেন্ট, অনলাইন ব্যাংকিং সফটওয়্যার ইত্যাদি তৈরিতেও পি এইচ পি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

Comments are closed.

Next Article:

0 %