ডাটা ট্রান্সফার রেট (Data Transfer Rate)
ডাটা ট্রান্সফার রেট কি সেটা আপনি এর আগেও শুনে থাকতে পারেন। আমরা জানি যে,কোন কিছু পরিমাপের জন্য কোন না কোন মাধ্যম আমরা ব্যবহার করি যেমন-কোন কিছুর ওজন পরিমাপের জন্য কেজি,পাউন্ড,টন ইত্যাদি। ঠিক একইভাবে কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল যন্ত্রের মাধ্যমে অনেক তথ্য আমরা খুব সহজেই আদান-প্রদান করতে পারি।আর এক একটি ডাটা এক স্থান থেকে অন্য স্থানে আদানে-প্রদানের গতি পরিমাপ করা হয় (অর্থাৎ কত দ্রুত/ধীর গতিতে ডাটা ট্রান্সফার হয়) ডাটা ট্রান্সফার রেটের মাধ্যমে। ডাটা ট্রান্সফার রেট বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা আদান প্রদানের গতি দ্রুত/ধীর বোঝানো হয়। যেমন,একটি হার্ডডিস্কের সব্বোর্চ্চ ডাটা ট্রান্সফার রেট ৪৮০এমবিপিএস,যেখানে ISP একটি ইন্টারনেট কানেকশনের জন্য শুধুমাত্র ১.৫এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার রেট দিতে পারে।
ডাটা ট্রান্সফার হার সাধারণত (bps) প্রতি বিট পার সেকেন্ডে মাপা হয়, যা বুঝতে বিভ্রান্তির কারণ হয়।কারণ ১ বিট = ৮ বাইট,80 এমবিপিএস এর ডাটা কানেকশন প্রতি সেকেন্ডে মাত্র 10MB হারে ডাটা ট্রান্সফার করতে পারে। ইন্টারনেট সেবা প্রদানকারীরা তাদের ডাটা ট্রান্সফার হার bps মাধ্যমে পরিমাপ করে যা ব্যবহারকারীদের জন্য বিভ্রান্তিকর আর সত্যিই যদি এমন হত তবে ভোক্তারা তাদের ইন্টারনেটে ডাটা ট্রান্সফারের গতি 8গুন দ্রুত পেতেন।