জোহানস কেপলার । ক্যামেরা
ক্যামেরা একটি অপটিক্যাল যন্ত্র যা ছবি জমা করে রাখতে সক্ষম। স্থীর চিত্র অথবা ভিডিও যাই হোক না কেন ক্যামেরা সবকিছুই ধরে রাখতে পারে। মূলত ছবি ধরে রাখার এই আইডিয়া থেকেই ক্যামেরার আবিস্কার। ক্যামেরা শব্দটি এসেছে ক্যামেরা অবসিকিউরা থেকে, যার ল্যাটিন অর্থ ডার্ক চেম্বার বা অন্ধকার কক্ষ। ১৬০৪ সালে জোহানস কেপলার প্রথম ক্যামেরা আবিস্কার করেন। এটি ছিল কাঁচ, লেনস, কাঠ আর ধাতবের একটি সংমিশ্রণ।
জোহানস কেপলার একজন জার্মান গণিতবীদ। পাশাপাশি তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষীও। তার জন্ম ১৫৭১ সালের ২৭ ডিসেম্বর। তিনি অস্ট্রিয়ার একটি স্কুলে গণিতের শিক্ষক ছিলেন। পরে তিনি জ্যোতির্বিজ্ঞানী টাইচো ব্রাহির সহকারি হিসেবে কাজ শুরু করেন। জোহানস কেপলারের বাবার নাম হেনরিচ কেপলার। তিনি একজন সৈনিক ছিলেন। ব্যক্তিগত জীবনে জোহানস কেপলার বেশি পরিচিত ছিলেন গ্রহের গতি তত্ত্ব আবিস্কারের জন্য। শেষ পর্যন্ত ৫৮ বছর বয়সে ১৬৩০ সালের ১৫ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন কেপলার।