ঘোড়ার পায়ে টাইটেনিয়াম নাল
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশ এবলে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এই নালের নকশা করেছেন কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীরা। তারা ঘোড়দৌড়ের কর্মক্ষমতা বৃদ্ধির আশায় তা করেছেন বলে জানা যায়। ত্রিমাত্রিকস্ক্যানার ব্যাবহার করে বিজ্ঞানীরা ঘোড়াটির ক্ষুর পরিমাপ করেছিলেন। তারপর তারা ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে নালটি তৈরি করে তা প্রাণীটির পায়ে লাগিয়ে দেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ২৪ ঘণ্টার ও কম সময় লেগেছিল । এতে ব্যয় হয়েছিল ছয়শ’ ডলার।
টাইটেনিয়ামের তৈরি এই নাল অ্যালুমিনিয়ামের নালের তুলনায় অনেক হালকা ।বিজ্ঞানীরা বলেছেন, একশ’ থেকে তিনশ’ ডলার মূল্যের সাধারণ নালের চাইতে এ নাল তুলনামুলক দামি । কিন্তু হাল্কা হওয়ার কারণে এর ব্যবহার বাড়বে। প্রচলিত অ্যালুমিনিয়ামের তুলনায় অর্ধেক ওজনের টাইটেনিয়াম নাল পরানো হল এক ঘোড়াকে।