কালার কম্পজিশন এবং গ্রাফিক্সডিজাইন ( জলরং-২ )[ভিডিও]
নতুনদের জন্য জলরং ব্যবহার করে ছবি আকাঁর বাংলা টিউটোরিয়াল। জল রংএ আলো ছায়ার খেলা ফুটিয়ে তোলার উপায় নিয়ে আমাদের পর্ব ২। এই ভিডিওটিতে দেখানো হয়েছে কালার কম্পজিশন কি। ড্রয়িং কে কিভাবে সাবজেক্টিভ করবেন? গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে জলরং এবং চারুকলার গু্রুত্ত্ সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন।
আপনার ছবি আকাঁর প্রতি আগ্রহ? হাতের কাছে পেন্সিল অথবা কলম পেলেই শুরু করে দেন আকিবুকি? হয়তো আপনি সুযোগ পাচ্ছেন না ছবি আকাঁর মৌলিক ধারণা আর কৌশলগুলো জানতে। আমরা দিচ্ছি আপনার সমাধান। হাজির হচ্ছি ধারাবাহিক ছবি আকাঁর টিউটোরিয়াল নিয়ে শুধু আপনার জন্য।
এই চ্যানেলেই আপনি পাবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো। ভিডিওটি দেখুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই দিন কারণ আপনার মতামত আমাদের একান্ত প্রয়োজন।
সাথে থাকুন আরো ভিডিওর জন্য। আমাদের প্রচেষ্টা ভাল লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।