ওয়েব ব্রাউজার শর্টকাট
ইন্টারনেট ব্রাউজারের অনেক শর্টকাট আছে যেগুলো এর ব্যাবহার অনেক সহজ করে দেয় আমাদের ইন্টারনেট ব্যাবহার এবং ব্রাউজার শর্টকাট ব্যাবহারে অনেক অল্পপ সময়ই আমরা আমাদের কাজ ষেশ করতে পারি । নিচে ইন্টারনেট ব্রাউসারের সবচেয়ে কমন ও উপকারি কিছু শর্টকাট দেয়া হলঃ
# ‘Alt+D’ চাপলে সরাসরি অ্যাড্রেস বার সিলেক্ট হয়ে যাবে।
# ‘Ctrl+ +’ চাপলে স্ক্রিনের সাইজ বড় হবে এবং ‘Ctrl+ -’ চাপলে স্ক্রিনের সাইজ ছোট হবে।
# ‘Backspace’ কী বা ‘Alt+left arrow’ চাপলে পুর্বের পেজে যাবে এবং ‘Alt+right arrow’ চাপলে সামনের পেজে যাবে।
# ‘F5’ চাপলে পেজ রিফ্রেশ হবে।
# ‘F11’ চাপলে ব্রাউজার ফুলস্ক্রিন হয়ে যাবে এবং পুনারায় চাপলে আগের অবস্থায় ফিরে আসবে।
# ‘Ctrl+B’ চাপলে বুকমার্ক মেনু খুলবে।
# ‘Ctrl+F’ চাপলে ফাইন্ড বক্স ওপেন হবে টেক্সট সার্চ করার জন্য।
Comment
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0