এডুটেনমেন্ট (Edutainment)
বিনোদনের মাধ্যমে শিক্ষা প্রদান পদ্ধতিকে এডুটেনমেন্ট বলে। এই পদ্ধতিতে শিশুদেরকে আনন্দের মাধ্যমে নতুন কিছু শিখানো হয়। এডুটেনমেন্ট প্রক্রিয়া শুধু শিশুদের জন্য হয়না,সমাজের বিভিন্ন শ্রেনীর মানবগোষ্ঠীর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্যও এডুটেনমেন্ট হয়ে থাকে।
মনোবিজ্ঞানিদের মতে শিক্ষাপ্রদান বা গ্রহনের সময় যদি তার মধ্যে মনকে আকৃষ্ট করে এমন কিছু থাকে তবে শিক্ষা প্রদান বা গ্রহনের গতি ত্বরান্বিত করা সম্ভব। ফলে শিশুরা শেখার ক্ষেত্রে আরো বেশি আগ্রহী হয়।বিভিন্ন প্রতিষ্ঠান এডুটেনমেন্ট পদ্ধতিতে শিক্ষা প্রদানের জন্য কার্টুন, এনিমেশন, গেমস, কম্পিউটার গেমস, ভিডিও, সফটওয়্যারসহ আরো বিনোদনধর্মী শিক্ষা উপকরণ তৈরি করে থাকে। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রামান্যচিত্র, বিজ্ঞাপনচিত্র, নাটকসহ আরো অনেক কিছুই এডুটেনমেন্ট পদ্ধতিতে ব্যবহার হয়ে থাকে।