ইন্টারপোলেটেড রেজুলেশন (Interpolated Resolution)
ক্যামেরায় আমরা সাধারনত দুই ধরনের রেজুলেশন দেখে থাকি । এর একটি অপটিকাল (optical) রেজুলেশন এবং অপরটি দেখে থাকি ইন্টারপোলেটেড (interpolated) রেজুলেশন। ইমেজ সেন্সরের পিক্সেল সংখ্যা নির্দিষ্ট, আর এই অপটিকাল রেজুলাশন এই পিক্সেল সংখ্যাকেই নির্দেশ করে। তাই অপটিকাল রেজুলাশন একটি নির্দিষ্ট সংখ্যা হয়। তবে ছবির মধ্যে পিক্সেল সংখ্যা বৃদ্ধি করে এর রেজুলেশন বাড়ানো যায়, এই প্রক্রিয়াকে ইন্টারপোলেটেড রেজুলেশন বলা হয়ে থাকে । নতুন পিক্সেল অ্যাড করার ক্ষেত্রে সফটওয়্যার নতুন পিক্সেলের আশে পাশের পিক্সেলের রং কি তা থেকে নির্ণয় করে নতুন পিক্সেলের রং কি হবে। যেমনঃ কোন নতুন পিক্সেলের চারপাশের পিক্সেলগুলোর রঙ যদি লাল হয় তবে নতুন পিক্সেলটির রঙও লাল হবে।
এটা মাথায় রাখা প্রয়োজন যে ইন্টারপোলেটেড রেজুলেশন ছবির মধ্যে কোন নতুন তথ্য যোগ করে না, কেবল মাত্র ছবিতে পিক্সেল যোগ করে এবং ছবির সাইজ বাড়ায়। এই প্রক্রিয়াটি বিভিন্ন ছবি এডিটিং সফটওয়্যারের সাহায্যেও করা সম্ভব। যে সকল কোম্পানি ইন্টারপোলেটেড রেজুলেশনের কথা বলে তাদের থেকে সাবধান, এটা আপনি যা আশা করছেন ততটা ভালো ফলাফল নাও দিতে পারে। তাই সব সময় ক্যামেরা কেনার আগে এর অপটিকাল রেজুলেশন দেখে নেয়া উচিৎ তাতে আপনি জিতবেন।