ইথারনেট ( Ethernet )
লোকাল নেটওয়ার্কিং এর জন্য যেই পদ্ধতিটি সবচেয় বেশি প্রচলিত তা হল ইথারনেট । এর পোর্টটি দেখতে অনেকটা লেন্ড ফোনের পোর্টের মত। তবে ইথারনেট পোর্টটি আকারে আরেকটু বড় হয়। ইথারনেটকে লেন কার্ডও বলা হয়ে থাকে। ইথারনেটে তারের সাহায্যে একাধিপ কম্পিউটারে সংযুক্ত করা হয়।
সাধারণত দুই ধরনের ইথারনেট বেশি ব্যাবহার হয়ে থাকে। একটি হল ১০বেসটি এবং অপরটি ১০০ বেসটি ইথারনেট। এই দুইটি দ্বারা ডাটা আদান প্রদানের গতির ক্ষমতা বোঝানো হয়। ১০বেসটি ইথারনেটে একটি কপার তারের মধ্যে দিয়ে সেকেন্ডে ১০ মেগাবাইট ডাটা ট্রান্সফার হতে পারে। এবং ১০০ বেসটি ইথারনেটের সাহায্যে সেকেন্ডে ১০০ মেগাবাইট ডাটা ট্রান্সফার করার ক্ষমতা থাকে। তবে এটি ছাড়াও আরও একটি ইথারনেট আছে। তবে এটি বাকিগুলোর মত এত বেশি ব্যাবহার হয় না। এটিকে বলা হয় গিগাবাইট ইথারনেট। এই ইথারনেটের সাহায্য সেকেন্ডে এক গিগাবাইট ডাটা ট্রান্সফার করা যায়।