অভিনয় শিল্পির প্রস্তুতি? কনস্তান্তিন সেরগেয়েভিচ স্তানিস্লাভস্কি (১৮৬৩-১৯৩৮), রুশ পরিচালক, অভিনেতা, নাট্যতাত্ত্বিক। রিয়েলিস্টিক অভিনয় শিক্ষার গুরু তিনি। তার বিখ্যাত এ্যাক্টিং থিয়োরি যাকে বলা হয় সাইকোটেকনিক তার যথাযথ প্রয়োগ একজন অভিনেতাকে আমুল পরিবর্তিত করে দিতে পারে। স্তানিস্লাভস্কির তত্ত্বকে সঠিকভাবে বুঝে যদি কেউ প্রাকটিস করতে পারে তবে তিনি অনন্য অভিনেতা হয়ে উঠতে পারেন এ সত্য প্রমানিত। এই ভিডিওটিতে স্তানিস্লাভস্কির সাইকোটেকনিকের বেশকিছু টেকনিক নিয়ে আলোচনা করা হয়েছে। আশাকরি অভিনয়ের শিক্ষার্থীদের কাজে আসবে..